টুর্নামেন্ট সেরা হবে ওয়ার্নার, আগেই বলেছিলেন ফিঞ্চ
তাহলে ভালোই ভবিষ্যদ্বাণী করতে জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ! টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই কোচ জাস্টিন ল্যাঙ্গারকে তিনি বলেছিলেন; টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবেন ডেভিড ওয়ার্নার, তাকে নিয়ে চিন্তার কারণ নেই। অথচ ওয়ার্নার তখন ফর্মহীনতায়। এরপরও ওয়ার্নারের প্রতি পূর্ণ আস্থা ছিল ফিঞ্চের।
শেষ পর্যন্ত সেটাই হয়েছে, ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ার্নার। অথচ সর্বশেষ আইপিএলে সময়টা ভালো যায়নি ওয়ার্নারের। ৮ ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৯৫ রান করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। যে কারণে শেষের দিকের ম্যাচগুলোতে তাকে একাদশে বিবেচনা করেনি সানরাইজার্স হায়দরাবাদ।
এমন কি শেষের দিকের কয়েকটি ম্যাচে তো দলের সঙ্গে মাঠেও যাননি ওয়ার্নার, হোটেলেই ছিলেন তিনি। এর আগে ভারতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম পর্বে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলারকারণে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় ওয়ার্নারকে। এসব ঘটনাই ওয়ার্নারকে তাতিয়ে দেয় বলে মনে করেন অ্যারন ফিঞ্চ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। তার এমন পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে হায়দরাবাদ এবং সমালোচকদের ধন্যবাদ দেন ফিঞ্চ। তিনি বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না যে, কয়েক সপ্তাহ আগে লোকে বলেছিল, ও নাকি ফুরিয়ে গিয়েছে। এটা অনেকটা ভালুককে খোঁচা মারার মতো।'
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন ওয়ার্নার। বাঁহাতি এই ব্যাটসম্যান যে সেরা খেলোয়াড় হবেন, সেটা আগেই বুঝতে পেরেছিলেন ফিঞ্চ। সেটা আবার কোচকেও জানিয়েছিলেন অজি অধিনায়ক।
ওয়ার্নারের ওপর বিশ্বাস ছিল জানিয়ে ফিঞ্চ বলেন, 'আমি কয়েক মাস আগে জাস্টিন ল্যাঙ্গারকে ফোন করে বলেছিলাম, ডেভিকে নিয়ে চিন্তা করো না। ও-ই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে। ও সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং ও একজন যোদ্ধা। পাশাপাশি এমন একজন খেলোয়াড়, যার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখনই তার থেকে সেরাটা পাওয়া যায়।'
রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে ব্যাট হাতে দলকে পথ দেখান ওয়ার্নার। ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।