টোকিও অলিম্পিকে থাকছে চাকায় চালিত মসজিদ
চাকায় চালিত মসজিদের কথা আগে কখনো শোনা না গেলেও, এবারের টোকিও অলিম্পিক আয়োজনে এই সুব্যবস্থা রাখা হচ্ছে। সমগ্র জাপানে বর্তমানে ২০০টি মসজিদ আছে। এদের অধিকাংশই আয়তনে খুবই ছোট। তাই চলতি বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকে আসা মুসলিমদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। খবর স্পিডফিডের।
উদ্ভাবনী জাপানিরা মসজিদ সংকটের সমাধান করতেই বড় আকারের ট্রাকের পেছনে যুক্ত এক বিশেষ কেবিনে নামাজের ব্যবস্থা করেছেন। নির্দিষ্ট একটি পার্কিং লটে ট্রাকটি অবস্থান নেয়ার পরেই এর পেছনের দরজা মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হবে।
এসময় স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রসারিত হবে ট্রাকের প্রস্থ । ফলে মুহূর্তেই মোট ৪৮ বর্গমিটার আয়তনের প্রার্থনার জায়গা পাবেন মুসল্লিরা।
আর ভ্রাম্যমাণ মসজিদের প্রবেশদ্বারের কাছেই থাকবে অজু করার জন্য জায়গা।
চলতি বছরের আয়োজন উপভোগ করতে বিপুল সংখ্যক পর্যটক আসবেন। আরও আসবেন নানা মুসলিম দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং তাদের সমর্থকগণ। এসব পর্যটকের নামাজ আদায়ের সুবিধার্থে বিশেষ এই ভ্রাম্যমাণ মসজিদের ব্যবস্থা করা হচ্ছে।
এই প্রকল্পের উদ্যোক্তা এবার টোকিও অলিম্পিক আয়োজন কমিটির সহায়তাকারী সংস্থা ইয়াসু প্রজেক্ট। সংগঠনটি অলিম্পিক ভেন্যুগুলোর বাইরে নামাজের জন্য বিশেষ ক্যাম্পও স্থাপন করবে।
উল্লেখ্য, এবারের ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। ৪ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হবে ৯ আগস্ট।
এর আগে ১৯৬৪ সালে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল। ২০২০ সালে টোকিও হবে পৃথিবীর পঞ্চম শহর (এশিয়ার প্রথম) যে দ্বিতীয়বার এই প্রতিযোগিতার আয়োজন করার সুযোগ পেয়েছে।