দুর্বার মুশফিকের অসাধারণ সেঞ্চুরি
যখনই দলের বেহাল দশা, তখনই মুশফিকুর রহিম কাণ্ডারির ভূমিকায়। বহু ম্যাচে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ত্রাতা হয়ে উঠেছেন। প্রথম ওয়ানডেতে ৮৪ রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক।
১১৪ বলে ৬টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ওয়ানডেতে এটা তার অষ্টম সেঞ্চুরি। তামিম ইকবাল ১৩টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে। ৯টি সেঞ্চুরির মালিক সাকিব আল হাসান দুই নম্বরে।
এই সেঞ্চুরির দেখা পেতে ২৩ মাস ও ১৫টি ইনিংস অপেক্ষা করতে হলো মুশফিককে। সর্বশেষ ২০১৯ সালের জুলাইতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর কয়েকবার সুযোগ তৈরি করেও তিন অঙ্কে পৌঁছানো হয়নি তার। বিশ্বকাপেই আফগানিস্তানের বিপক্ষে ৮৩ রানে আউট হয়ে যান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে ৯৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।
মিরপুরে বৃষ্টি বৃষ্টি খেলা
বৃষ্টি বাধায় পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। থেমে থেমে বৃষ্টি হয়ে যাচ্ছে। ৪টা ৯ মিনিটে বৃষ্টি প্রথম হানা দেয়। খেলা বন্ধ থাকে ২৪ মিনিট। বৃষ্টি থামায় ৪টা ৩৩ মিনিটে খেলা শুরু হয়। কিন্তু বেশি সময় খেলা হয়নি। ৪টা ৪২ মিনিটে আবারও বৃষ্টি শুরু হয়।
২.২ ওভারের পর খেলা বন্ধ হয়ে গেছে। কভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। ৪৩.৩ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান। মুশফিকুর রহিম ৯৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৮ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি শেষে খেলা শুরু
হঠাৎ-ই বৃষ্টি নেমে পড়েছিল, বেলা ৪টা ৯ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। তবে বেশি সময় অপচয় হয়নি। ২৪ মিনিট পর বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের খেলা আবার শুরু হয়েছে। ৪২ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। মুশফিকুর রহিম ৯০ ও মোহাম্মদ সাউফউদ্দিন ৪ রানে ব্যাটিং করছেন।
আফিফ-মিরাজকে হারিয়ে চাপে বাংলাদেশ
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ইনিংস গুছিয়ে নিয়েছিল বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। কিন্তু জুটি ভাঙতেই দিক হারিয়ে বসেছে বাংলাদেশ। ৪১ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর ভালো শুরু করেও টিকতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ১০ রান করে থামেন তিনি।
দলের দুঃসময়ে ব্যাট চালাতে পারেননি মেহেদী হাসান মিরাজও। রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন তিনি। ২৩ রানের মধ্যে ৩ উইকেটে হারিয়ে চাপে গেছে বাংলাদেশ। এক পাশ আগলে ব্যাটিং করতে থাকা মুশফিক ৭৫ রানে অপরাজিত আছেন, উইকেটে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৮ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান।
মুশফিকের আরেকটি হাফ সেঞ্চুরি
রানের ফোয়ারা বইছে মুশফিকুর রহিমের ব্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৭০ বলে একটি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটা মুশফিকের ৪১তম ওয়ানডে হাফ সেঞ্চুরি।
দুঃস্বপ্নের শুরুর পরও মুশফিকের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইতোমধ্যে ৮৪ রানের জুটি গড়েছেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। মুশফিক ৬১ ও মাহমুদউল্লাহ ৩৯ রানে ব্যাটিং করছেন। ৩৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান।
সাকিবকে ছাড়িয়ে মুশফিক
প্রথম ওয়ানডেতে তার ব্যাটেই লড়াইয়ের পূঁজি পেয়েছিল বাংলাদেশ। ৮৪ রানের ইনিংস খেলে দলকে ২৫৭ রানে পৌঁছে দেন মুশফিকুর রহিম। ওই ম্যাচেই ওয়ানডের রানে সাকিব আল হাসানকে পেছনে ফেলার সুযোগ ছিল তার সামনে। কিন্তু পারেননি মুশফিক, কয়েক রানের কমতি থেকে যায়।
দ্বিতীয় ওয়ানডেতে সাকিবকে পেছনে ফেলেছেন মুশফিক। ৬ হাজার ৪৫১ রান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে ছিলেন সাকিব। এই ম্যাচে সাকিবকে ছাড়িয়ে গেছেন মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের রান ৬ হাজার ৪৬২ (চলমান)। ৭ হাজার ৫১৭ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।
দ্বিতীয় ওয়ানডেতেও দলকে পথ দেখিয়ে যাচ্ছেন মুশফিক। তামিম ইকবাল, সাকিবের বিদায়ের পর উইকেটে যাওয়া মুশফিকের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৪১ ও মাহমুদউল্লাহ ৮ রানে ব্যাটিং করছেন। ২৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান।
আড়াই বছর পর সাকিবের শূন্য
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটে কঠিন সময়ই গেছে সাকিব আল হাসানের। রান নিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। ৩৪ বলে ১৫ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ওয়ানডেতেও রান করা হলো না বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডারের।
এদিন ৩ বল খেলা সাকিব রানের খাতাই খুলতে পারেননি। লঙ্কান পেসার দুসমন্থ চামিরার এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। আড়াই বছর ও ১৭ ইনিংস পর ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হন সাকিব। ওয়ানডেতে একাদশতম বারের মতো শূন্য রানে আউট হলেন সাকিব, তিন নম্বরে তৃতীয়বার।
তামিম-সাকিবের বিদায়, শুরুতেই চাপে বাংলাদেশ
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। উল্টো এদিন আরও বাজে শুরু হলো ঘরের মাঠের দলটির। ১৫ রানের মধ্যেই ফিরে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। লঙ্কান পেসার দুসমন্থ চামিরার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখানো তামিম খেলেন ৫২ রানের ইনিংস। এদিন তার বিদায়েই তৈরি হলো চাপ। ইনিংসের দ্বিতীয় ওভারে চামিরার ইনসুইঙ্গার খেলতে ব্যর্থ হন তামিম। আবেদনে আম্পায়ারা সাড়া না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেন চামিরা।
এই ওভারেই সাকিব আল হাসানকে ফেরান চামিরা। বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডারকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। উইকেটে আছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।