দুর্বার পাকিস্তানের পাঁচে পাঁচ
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুরু। এরপর আর থামেনি পাকিস্তানের জয়রথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে এসেছে অপ্রতিরোধ্য হয়ে ওঠা পাকিস্তান। এবার তাদের আগুনে পুড়ল স্কটল্যান্ড। সুপার লিগের শেষ ম্যাচে স্কটিশদের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল।
রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে ক্রিকেট খেলা পাকিস্তান ৭২ রানের বড় ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়েছে। সুপার লিগে এটা পাকিস্তানের টানা পঞ্চম জয়। আগের ম্যাচ জয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে লড়তে যাচ্ছে। এবারের আসরে সুপার লিগে সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল পাকিস্তান। স্কটল্যান্ড সবগুলো ম্যাচ হেরে তাদের বিশ্বকাপ মিশন শেষ করল। বাংলাদেশের পর তারাই একমাত্র দল, যারা কোনো জয় পায়নি।
আগামী ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগেরদিন প্রথম সেমি-ফাইনালে ১০ নভেম্বর আবু ধাবিতে লড়বে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ব্যাটে ৪ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে তেমন কোনো লড়াই-ই করতে পারেনি স্কটল্যান্ড। তাদের ইনিংস ৬ উইকেটে ১১৭ রানেই থেমে যায়।
জয়ের লক্ষ্যে ব্যাটিয়ে নেমে রিচি বেরিংটন ছাড়া স্কটল্যান্ডের হয়ে কেউই সেভাবে ব্যাট চালাতে পারেননি। ডানহাতি এই ব্যাটসম্যান ৩৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া জর্জ মানজি ১৭ ও মাইকেল লিস্ক ১৪ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানে শাদাব খান ২টি এবং শাহিন আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা পাকিস্তানকে শুরু থেকে অনেকটা পথ এগিয়ে দেন অধিনায়ক বাবর আজম। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। চরতি বিশ্বকাপে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি।
এদিন রান করতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ১৫ রান করে থামেন তিনি। এই রানে একটি অনন্য রেকর্ডের মালিক হয়ে গেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন রিজওয়ানের দখলে। এ পথে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলের রেকর্ড।
বাবরের পর পাকিস্তানের ইনিংসের মাঝে মোহাম্মদ হাফিজ ও শেষ দিকে শোয়েব মালিক তাণ্ডব চালান। হাফিজ ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩১ রান কের আউট হন। মালিক মাত্র ১৮ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস ২টি এবং হামজা তাহির ও শাফায়ান শরিফ একটি করে উইকেট পান।