দেশে ফিরতে আলাদা বিমান চান লিন
ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রতিদিনই লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মাঝেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে অনেক ক্রিকেটারই ভারতে নিজেদের আর নিরাপদ মনে করছেন না। অস্ট্রেলিয়ার তিনজন ক্রিকেটার ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা ক্রিস লিন অবশ্য এখনই ফিরছেন না। আইপিএল শেষ করেই দেশে ফিরতে চান তিনি। এর জন্য অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান আলাদা বিমান অর্থাৎ চার্টার্ড ফ্লাইট চান। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নিলেন অনুরোধ, আইপিএল শেষে যেন তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থায় দেশে ফিরেছেন রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণেই মূলত তাড়াহুড়ো করে দেশে ফিরে গেছেন এই তিন অজি ক্রিকেটার।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের বিভিন্ন প্রদেশে কারিফউ পর্যন্ত জারি করা হচ্ছে। যেকোনো সময় ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ফিরে লম্বা সময় কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতাও চলে আসতে পারে। সব মিলিয়ে নিজেদের সুবিধা মতো সময়ে দেশে ফিরে গেছেন জ্যাম্পা-রিচার্ডসনরা।
আইপিএল শেষ হতে এখনও অনেক সময় বাকি, আগামী ৩০ মে পর্দা নামবে ঘরোয়া এই টি-টোয়েন্টি আসরটির। যদিও দীর্ঘ এই সময়ে ভারতে থাকা নিয়ে চিন্তা নেই ক্রিস লিনের। তার একটিই চাওয়া, আইপিএল শেষে যেন তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, 'অজি ক্রিকেটারদের আইপিএল চুক্তির শতকরা ১০ ভাগ অর্থ যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া পায়, তাই আমি ম্যাসেজ পাঠিয়ে জানতে চেয়েছি যে, এবার আইপিএল শেষে ওই অর্থ আমরা চার্টার্ড ফ্লাইটের জন্য ব্যয় করতে পারি কিনা।'
লিনের বিশ্বাস, তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, 'আমি জানি, আমাদের চেয়ে খারাপ অবস্থায় অনেকেই আছেন। তবে আমরা খুব কড়াকড়ির একটি জৈব-সুরক্ষা বলয়ে আছি, আগামী সপ্তাহে টিকা পাচ্ছি। তাই আশা করি, সরকার আমাদের চার্টার্ড বিমানে দেশে ফেরার সুযোগ করে দেবে।'