ধোনির পথে হেঁটে বিদায় বললেন সুরেশ রায়নাও
শনিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে অবসরপ্রাপ্তদের কাতারে চলে গেলেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের ঘোষণায় ধোনি বললেন, '৭টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।' মহানায়কের বিদায়ে অনেকের মতো আপ্লুত হয়ে পড়লেন সতীর্থ সুরেশ রায়নাও। এতটাই আপ্লুত যে, নেতার সঙ্গে সঙ্গে তিনিও বিদায় বলে দিলেন।
ধোনির অবসরের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রায়না। ধোনির মতো বাঁহাতি এই ব্যাটসম্যানও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন।
ধোনিসহ চেন্নাই সুপার কিংসের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রায়না লিখেছেন, 'আজ শুধু এটুকুই বলব, আপনার সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ছিল। গর্বভরে এই সফরেও আমি আপনার পথকে বেছে নিলাম। ধন্যবাদ ভারত।'
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনি খেলার মধ্যে থাকলেও ভারত দলে রায়নার সুসময় শেষ হয় ২০১৫ সালে। যদিও সর্বশেষ ২০১৮ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু তার সেরা সময় ছিল ২০১৫ পর্যন্তই। কারণ ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাত্র তিনটি ওয়ানডে খেলেন রায়না। তবে এই সময়ে বেশ কিছু টি-টোয়েন্টি খেলেন তিনি। বিদায় বলে দেওয়া ভারতীয় এই ক্রিকেটার সর্বশেষ টেস্ট খেলেন এরও তিন বছর আগে, ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভারতের হয়ে ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮টি টোয়েন্টি খেলেছেন রায়না। ১৮ টেস্টে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৬.৪৮ গড়ে ৭৬৮ রান করেছেন তিনি। এই ফরম্যাটে ভালো না করতে পারলেও ওয়ানডে বেশ সফল মারকুটে এই ব্যাটসম্যান।
ধোনির অভিষেকের পরের বছর (২০০৫) ভারত দলে অভিষেক হয় রায়নার। ১৫ বছরের সফরে ভারতের হয়ে ২২৬টি ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.৩১ গড়ে ৫ হাজার ৬১৫ রান করেন তিনি। এ ছাড়া ৭৮টি টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৮ গড়ে এক হাজার ৬০৫ রান আছে রায়নার নামের পাশে।