নতুন এক দল নিয়ে বাংলাদেশে খেলতে আসবে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হবে না বুঝতে পেরে ক্রিকেটকে বিদায় বলে দেন থিসারা পেরেরা। শঙ্কাটা তাহলে ঠিকই ছিল লঙ্কান এই অলরাউন্ডারের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা শ্রীলঙ্কার দলে পরিবর্তনের ছাড়াছড়ি।
১৮ সদস্যের এই দলে কেবল পেরেরাকেই বাদ দেওয়ার কথা ভেবে রাখেনি লঙ্কান ক্রিকেট, এই সিরিজে দলে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ক্রিকেটারের। নতুন একটি দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেই জায়গা পাননি দলে। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমলও বাদ পড়েছেন। এ ছাড়া নিয়মিত দলের অনেকেই জায়গা পাননি। দলটির নেতৃত্বে থাকবেন কুসল পেরেরা। তার ডেপুটি হয়ে দলে ফিরেছেন কুসল মেন্ডিস।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। এসে সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে লঙ্কানদের, এর মধ্যে তিন দিন রুম কোয়ারেন্টিন। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুসল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।