নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে সুমন খান
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি। ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো এখনও অনুশীলন শুরু করেনি। কিন্তু এখনই শিরোপায় চোখ দিয়ে রাখছেন সুমন খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে আলো ছড়িয়ে আলোচনায় আসা ডানহাতি এই পেসারের ইচ্ছা টুর্নামেন্টের ফাইনাল খেলা। ছাড়িয়ে যেতে চান নিজেকেই।
বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জেতা মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলেছেন ২০ বছর বয়সী সুমন। তিন ম্যাচে ৯ উইকেট নেওয়া তরুণ এই পেসার ফাইনালে আগুনে বোলিং করেন। ৩৮ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তিন দলের এই টুর্নামেন্টে দারুণ বোলিং করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও জায়গা করে নিয়েছেন সুমন, খেলবেন তামিম ইকবালের দল ফরচুন বরিশালে।
এই আসরেও নিজের সেরাটা উজাড় করে দিতে চান সুমন। সোমবার এক ভিডিও বার্তায় উদীয়মান এই ক্রিকেটার বলেন, 'বিসিবি প্রেসিডেন্টস কাপটা অনেক ভালো গেছে। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেকে আরও উজার করে দেওয়ার ব্যাপারে আমি আশাবাদী। পারফরম্যান্স করার দিক থেকে আরও বেশি চেষ্টা করব, যেন দল উপকৃত হয়।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিকের কয়েকটি আসরে দল থাকতো বরিশাল ফ্র্যাঞ্চাইজির। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে ২০১৭ সালে বরিশাল বুলসকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়। পরের দুটি আসর বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হয়। বিসিবির কোনো টুর্নামেন্টে বরিশাল অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দল গঠন করায় রোমাঞ্চিত সুমন।
মানিকগঞ্জের ছেলে হলেও দলটিতে খেলতে মুখিয়ে তিনি, 'যেহেতু বরিশাল দুই-তিন বছর পর একটা ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে এসেছে, তো আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। আমার সেরা যা আছে, আমি চেষ্টা করব উজাড় করে দেওয়ার জন্য।'
অন্যান্য ক্রিকেটারদের মতো সুমন খানেরও লক্ষ্য দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখা। দলকে ফাইনালে তুলতে নিজের জায়গা থেকে শেষ চেষ্টা করার কথা জানান তিনি, 'দল যেন জিতে ফাইনালে যেতে পারে, নিজের পারফরম্যান্স দিয়ে সেই চেষ্টা করব। ফাইনাল খেলার ইচ্ছা আছে। নিজের সেরাটা দিয়ে যেন দলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি।'
পাঁচটি দল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসরটির পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।