প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যে আট ক্রিকেটার
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানে প্রথম পর্বের পর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সুপার টুয়েলভের খেলা। বিশ্বকাপের দল দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর। এর একদিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে দুজন ক্রিকেটারকে। দলে নেওয়া হয়েছে চার জন পেসারকে। তারা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশেষজ্ঞ স্পিনার আছেন দুজন; শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
জায়গা দেওয়া হয়েছে তিনজন অলরাউন্ডারকে। সাকিব আল হাসানের সঙ্গে আছেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারী। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আছেন স্ট্যান্ড বাই হিসেবে।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আট তরুণ ক্রিকেটার। তারা হলেন, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। স্ট্যান্ড বাই হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবও প্রথম ডাক পেয়েছেন। এর মধ্যে লিটন ও সাইফউদ্দিন ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।
অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি আসরেই খেলেছেন তারা। একটি বিশ্বকাপে খেলেছেন চারজন ক্রিকেটার। সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন। স্ট্যান্ডবাই হিসেবে দলে থাকা রুবেল হোসেন তিনটি বিশ্বকাপ খেলেছেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ড বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।