নেপালে জয়ে শুরু জামালদের
প্রতিপক্ষের জালের দেখা মেলেনি। বাংলাদেশের কেউ গোল আদায় করতে পারেনি। তবু ম্যাচ শেষে জামাল ভূঁইয়াদের মুখে জয়ের হাসি। প্রতিপক্ষের ভুলে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধানটা ধরে রাখে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে এই জয়ে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভসূচনা করলো জেমি ডের দল।
মঙ্গলবার কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামান। কষ্টার্জিত জয়ের দিনে অতন্দ্র প্রহরী হয়ে নিজেদের জাল সামলেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার কল্যাণে গোল হজম করতে হয়নি বাংলাদেশকে।
কিরগিজস্তানকে হারিয়ে ২৯ মার্চের ফাইনালের পথে এগিয়ে রইলো বাংলাদেশ। জামালদের পরবর্তী ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে। আগামী ২৭ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
তিন নতুন মুখ মেহেদী হাসান রয়েল, রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগকে নিয়ে কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল। তিনি মাঠে না নামা পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মিডফিল্ডার সোহেল রানা।
৩০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক দিয়ে আক্রমণে সাদ উদ্দিন ক্রস বাড়ান। দলকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন কুমারবাজ। পিছিয়ে পড়ে ম্যাচের বাকিটা সময়ে বেশ কয়েকটি আক্রমণ সাজায় কিরগিজস্তান। কিন্তু জিকোর বাধার কারণে জালের ঠিকানা পায়নি তারা।