পর্দার ধোনির ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছিলেন আসল ধোনি
বয়স মাত্র ৩৪ বছর। এই অসময়েই সুশান্ত সিং রাজপুতের নামের আগে যোগ করতে হচ্ছে প্রয়াত শব্দটি। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' চলচ্চিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই বলিউড তারকা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যু বলিউডের মতো বিশ্ব ক্রিকেটেও নাড়া দিয়েছে। সুশান্তের অকাল প্রয়াণে শাহরুখ খান থেকে শুরু করে, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্ডার, জন সিনাদের মতো বিশ্ব তারকারা শোক জানিয়েছেন।
অনেকে আবার স্মৃতির পাতা উল্টে মনে করছেন সুশান্তের সঙ্গে কাটানো সময়ের কথা। এর মধ্যে একজন অরুণ পাণ্ডে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার তিনি। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' চলচ্চিত্রের পরিচালকও তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে অরুণ জানিয়েছেন, সুশান্ত নিজেকে এমনভাবে তৈরি করেছিলেন যে, ধোনিও তার ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিলেন।
অরুণ বলেন, 'নিজের ফোনে সুশান্তের ট্রেনিংয়ের একটি ভিডিও দেখছিল মাহি। ভিডিওটি দেখে ও বলে, "আরে তুমি তো হুবুহু ফটোকপি করে নিয়েছো, রঞ্জি ট্রফি খেলতে পারবে।" এটা শুনে বাচ্চাদের মতো হাসতে থাকে সুশান্ত, আমি এখনও সেটা মনে করতে পারি।'
কেবল ধোনিই নন, সুশান্তের ব্যাটিং এবং তার হেলিকপ্টার শট দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারও। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরন মোরে এমনই জানিয়েছেন।
'এমএস ধোনি;: দ্য আনটোল্ট স্টোরি' চলচ্চিত্র নির্মাণে যুক্ত ছিলেন কিরন মোরে। সুশান্তের ব্যাটিং ও উইকেটকিপিং শেখানোর দায়িত্ব ছিল তার ওপর।
কিরন মোরে বলেন, 'শচিন গ্যালারিতে বসে দেখছিল। শচিনের সঙ্গে যখন আমার দেখা হয়, সে বলে, "ছেলেটা কে? খুবই ভালো ব্যাটিং করছে।" তখন আমি তাকে বলি, সুশান্ত একজন অভিনেতা। ধোনির বায়োপিকের জন্য নিজেকে প্রস্তুত করছে। শচিন বিস্মিত কণ্ঠে বলে, "সে চাইলে পেশাদার ক্রিকেট খেলতে পারে। তাকে দেখে এতটাই ভালো মনে হচ্ছে।"
ধোনির মতো হতে দেড় বছর সময় নেন সুশান্ত। নিজেকে পুরোপুরি ধোনির মতো করে গড়ে তুলতে ভারত অধিনায়কের সঙ্গে আঠার মতো লেগে থাকতেন অসময়েই পৃথিবীকে বিদায় বলে দেওয়া বলিউডের এই অভিনেতা। একটু পরপরই ধোনিকে প্রশ্ন করতেন সুশান্ত। মাঝেমধ্যে বিরক্ত হয়ে যেতেন ধোনি।
এ নিয়ে অরুণ পাণ্ডে বলেন, 'ধোনির সঙ্গে সে অনেক সময় কাটাতো। প্রশ্নের পর প্রশ্ন করতে থাকতো। কোনো উত্তরে সন্তুষ্ট না হলে আবার প্রশ্ন করতো। ধোনি কোনো প্রশ্ন এড়িয়ে গেলে আবারও জানতে চাইতো। একবার ধোনি চোখ উল্টে বলে, "আরে ভাই কত প্রশ্ন করো তুমি।"
'সুশান্তের উত্তরও আমার মনে আছে। সে বলে, "ভাই সবাই আপনাকে আপনার মাঝে খুঁজবে। আপনি যেভাবে করেন প্রতিটা জিনিস, আমাকে ঠিক একইভাবে করতে হবে।" সে প্রায়ই বলতো, "স্যার, তাকে অনেক ভালোভাবে জানতে হবে।"