পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম
করোনাভাইরাসের প্রকোপে সব স্থবির হয়ে আছে। অবস্থা স্বাভাবিক হয়ে আবার কবে মাঠে ফিরবে ক্রিকেট, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই বলে বসে থাকলে চলবে না- এভাবেই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাই তো ভবিষ্যতের পরিকল্পনা আটতে শুরু করেছে তারা। লকডাউন অবস্থাতেই ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে পিসিবি। সরফরাজ আহমেদকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে তারকা ব্যাটসম্যান বাবর আজমকে।
এ নিয়ে দুটি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন বাবর। গত বছর থেকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান সময়ে পাকিস্তানের সেরা এই ব্যাটসম্যান।
গত বছর টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান সরফরাজ আহমেদ। আহজার আলীকে টেস্ট এবং বাবারকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই ওয়ানডের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা চলছিল।
ওয়ানডে ম্যাচ না থাকায় অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো করেনি পাকিস্তান। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আগেভাগেই বাবরের হাতে ওয়ানডের দায়িত্ব তুলে দিল পিসিবি। গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে খেলেনি দেশটি।
বাবরকে ওয়ানডের অধিনায়কত্ব দেওয়া হয়েছে, মেয়াদ বাড়ানো হয়েছে টেস্ট অধিনায়ক আজাহার আলীর। দীর্ঘমেয়াদে দল গোছানোর সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক বলেছেন, 'মেয়াদ বাড়ানো ও অধিনায়কত্ব পাওয়ায় আজহার আলী ও বাবর আজমকে আমি অভিনন্দন জানাতে চাই। এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। ভবিষ্যতে নিজেদের ভূমিকার নিশ্চয়তা ও স্বচ্ছতার দরকার আছে তাদের। আমি নিশ্চিত যে, তারা এখন ভবিষ্যতে চোখ রাখবে এবং প্রত্যাশিত পারফরম্যান্স করার জন্য শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করবে।'