‘আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির মতো করেই টি-টোয়েন্টি খেলতে চেয়েছিলো বাংলাদেশ, দুই-এক জন ছাড়া বাকিরা আউট হন শট খেলতে গিয়ে। শট খেলায় সফল হননি তারা, আউট হয়ে ফিরেছেন। সংগ্রহ বড় হওয়ার আগেই অলআউট হয়ে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লড়াই করার আগেই হেরে গিয়ে নাজমুল হোসেন শান্ত যেন কঠিন বাস্তবতা মেনে নেন। বাংলাদেশ অধিনায়ক জানান, ১৮০ রান কীভাবে করতে হয়, জানা নেই তাদের।
গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়। এই রান চোখের পলকেই পাড়ি দেয় ভারত। দাপুটে ব্যাটিংয়ে ১১.৫ ওভারেই ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এমন দুমড়ে মুচড়ে যাওয়া হারে যারপরনাই হতাশ শান্ত। বছরের পর বছর এভাবে ব্যাটিং করে আসার কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের অধিনায়ক।
ধারাবাহিকভাবে ভালো করার সামর্থ্য থাকলেও দক্ষতার ঘাটতি দেখেন শান্ত। এই দক্ষতার উন্নতি কীভাবে সম্ভব, সেটা নিয়ে অবশ্য দ্বিধায় তিনি, 'আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।'
ব্যাটিংয়ে উন্নতি করা নিয়ে শান্ত বলেন, 'এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ওই রানটা কীভাবে করতে হয়, ব্যাটসম্যানরা সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।'
এরপরও অবশ্য বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, তারা এর চেয়ে ভালো দল। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে শান্ত বলেন, 'আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল। ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।'