পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড
বৃষ্টি বাগড়ায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জেতা হলো না ইংল্যান্ডের। সাউদাম্পটনে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচটি ড্র হয়েছে। ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।
সিরিজ জয় উদযাপনের আগে ইংলিশ শিবির মেতে ছিল পেসার জেমস অ্যান্ডারসনকে নিয়ে। ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিংবদন্তি এই বোলার।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় ইংল্যান্ড। সাউদাম্পটনে দ্বিতীয় টেস্ট বৃষ্টির কবলে পড়ে ড্র হয়। এই টেস্টে মাত্র দেড় দিনের মতো খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় টেস্টটিও বৃষ্টির কারণে ড্র হলো।
তৃতীয় টেস্ট জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারতো ইংল্যান্ড। সেই পথেও ছিল তারা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে ফল আসেনি। জ্যাক ক্রাউলির ডাবল সেঞ্চুরি ও জস বাটলারের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
জবাবে অধিনায়ক আজহার আলীর সেঞ্চুরির পরও ২৭৩ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। এই ইনিংসে বৃষ্টির সহায়তা পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৪ উইকেটে ১৮৭ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৫৪.৪ ওভারে ৫৮৩/৮, ডিক্লেয়ার্ড
পাকিস্তান প্রথম ইনিংস: ২৭৩
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: (ফলোঅন) ৮৩.১ ওভারে ১৮৭/৪ (আজহার ৩১, বাবর ৬৩*, শফিক ২১, ফাওয়াদ ০*; অ্যান্ডারসন ২/৪৫, ব্রড ১/২৭, রুট ১/১৭)।
ফল: ড্র
ম্যাচ সেরা: জ্যাক ক্রাউলি
সিরিজ সেরা: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী।