পাকিস্তান জেতার পর উল্লাস করায় ভারতে ছাত্র-শিক্ষকসহ একাধিক গ্রেপ্তার
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচে পাকিস্তান জেতার পর উল্লাস করায় কাশ্মীরের তিন শিক্ষার্থীসহ দেশজুড়ে বেশ কিছু নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই ইসলাম ধর্মাবলম্বী।
রোববার ভারতকে ১০ উইকেটে হারিয়ে পাকিস্তান জেতার পর ভারত-দখলকৃত কাশ্মীরের একাধিক স্থানে উদযাপনের খবর পাওয়া যায়। সেসব ঘটনার তদন্ত করতে গিয়ে রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের তিন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে উক্ত ক্যাম্পাসে ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের কিছু কর্মী এসে এই তিন ছাত্রকে গ্রেপ্তারের দাবি জানালে একটি মামলা দায়ের করা হয়।
তিন ছাত্রের গ্রেপ্তারের কারণ হিসেবে লেখা হয়, 'ভারত-বিরোধী ও পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া'।
পুলিশ পরিদর্শক পাবিন্দ্র কুমার সিং বলেন, 'শত্রুতা প্রচার' ও ধর্মীয় সম্প্রীতিকে ব্যাহত করার জন্য বুধবার উত্তরাঞ্চলের শহর আগ্রায় তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
একই দিনে রাজস্থানের শহর উদয়পুরের শিক্ষিকা নাফিসা আত্তারিকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে 'আমরা জিতেছি' লিখে পোস্ট করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়।
আত্তারিকে তার চাকরি থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে।
জামিনে মুক্তি পেয়ে পরবর্তীতে এক ভিডিও বার্তায় পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন এই সাবেক শিক্ষিকা।
'আমি একজন ভারতীয় এবং আমি আমার দেশকে ভালোবাসি। যখনই বুঝতে পেরেছি যে আমি একটি ভুল করেছি, সাথে সাথে আমি পোস্টটি ডিলিট করে দিয়েছি,' ভিডিও বার্তায় বলেন আত্তারি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশ থেকেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার জন্য।
বিজেপির নেতৃস্থানীয় রাজনীতিবিদ, ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং সম্প্রতি এনডিটিভি নিউজকে বলেছেন, রোববারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে ভারত হারার পর যারা উল্লাস প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে সরকার।
সূত্র: দ্য গার্ডিয়ান।