পাপন সবচেয়ে অযোগ্য বিসিবি সভাপতি: সাবের
আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চরম ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৯ বিশ্বকাপ থেকে বাছাই পর্ব গোছের গ্রুপ পর্ব ব্যতীত এই ফরম্যাটের বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা।
দলের পারফরম্যান্স নিয়ে প্রতিবারের মতো এবারও চলছে সমালোচনা। তবে দলের দিকে তীর তাক না করে বোর্ড সভাপতিকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরী।
ক্ষুরধার এক টুইট বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে 'অযোগ্য' বলে আখ্যায়িত করেছেন এই সাবেক সংগঠক।
আজ শুক্রবার নিজের একাউন্ট থেকে করা এক টুইট বার্তায় সাবের বলেন, "জনাব পাপনের অধীনে এ নিয়ে চারটি বিশ্বকাপ খেলল বাংলাদেশ। সবকিছু খারাপ থেকে আরও খারাপ হয়েছে। (বিসিবির ইতিহাসের) সবচেয়ে দীর্ঘস্থায়ী সভাপতি সবচেয়ে অযোগ্যও।
"এদিকে আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েও তিনি অন্যদের উপরই সব দোষ চাপিয়ে যাচ্ছেন। লজ্জার ব্যাপার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন নির্লজ্জ আছেন।"
২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে গত ১৪ বছরে এই টুর্নামেন্টে আর কোনো বড় দলের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগাররা।
২০১৪ বিশ্বকাপ থেকে বাছাই পর্ব গোছের গ্রুপ পর্ব চালু হলে এই গ্রুপ পর্বের ম্যাচগুলোয় কিছু সাফল্য পাওয়া শুরু করে বাংলাদেশ। প্রতিবার গ্রুপ পর্ব পেরুলেও সুপার টেন বা সুপার টুয়েলভ থেকে শুরু হওয়া 'মূল' বিশ্বকাপে এখনও কোনো ম্যাচই জিততে পারেনি লাল-সবুজরা।
এবারের বিশ্বকাপেও একই পরিণতি দেখতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদদের। স্কটল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব শুরু করার পর সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দুই ম্যাচে ৮৪ ও ৭৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।