প্রতিপক্ষের রান উৎসব শেষে রাব্বির হ্যাটট্রিক
মিনিস্টার গ্রুপ রাজশাহী ততোক্ষণে রান পাহাড়ে উঠে গেছে। প্রতিপক্ষ দল ফরচুন বরিশালের বোলাররা তখন রীতিমতো কোণঠাসা। এমন সময়ে শেষ ওভারটি করতে আসেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। এই ওভারটি করতে এসে দলকে কিছুটা স্বস্তি এনে দেন ডানহাতি এই পেসার। এক ওভারে ৪টি উইকেট তুলে নেন তিনি।
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের মালিক হলেন রাব্বি। দ্বিতীয় বোলার হিসেবে ৫ বলে চার উইকেট নিলেন তিনি। চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেও বাংলাদেশি বোলার হিসেবে পঞ্চম হ্যাটট্রিকের মালিক হলেন রাব্বি। আল আমিন হোসেন টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিকের মালিক। পরের দুটি হ্যাটট্রিক আলিস আল ইসলাম ও মানিক খানের। এই তালিকার সর্বশেষ সংযুক্তি রাব্বি।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ বলে চার উইকেট নেওয়া বোলার আল আমিন হোসেন। অবশ্য ওই ম্যাচে টানা চার উইকেটসহ এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে শেষ ওভারের প্রথম বলে উইকেট পাওয়া আল আমিন পরের বল ডট দেন। এরপর টানা চার উইকেট তুলে নেন ইউসিবি বিসিবি একাদশের হয়ে খেলা এই পেসার।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এই ম্যাচে রাব্বি প্রথমে হ্যাটট্রিক করেন, এর এক বল পর আরেকটি উইকেট পান তিনি। নুরুল হাসান সোহানকে ফিরিয়ে শুরু করেন রাব্বি। এরপর একে একে ফিরিয়ে দেন ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত ও ফরহাদ রেজাকে। হ্যাটট্রিক পূরণের পরের বলে তার বলে একটি চার মারেন মোহাম্মদ সাইফউদ্দিন। পঞ্চম বলে সাইফউদ্দিনকে ফিরিয়ে চতুর্থ উইকেট ঝুলিতে পুড়েন রাব্বি।
এই ম্যাচে রাব্বির পাওয়া চারটি উইকেটই শেষ ওভার থেকে নেওয়া। চারটি উইকেটই এসেছে ক্যাচ থেকে। আল আমিনের ক্ষেত্রেও তাই ছিল। রাব্বির মতো আল আমিনও শেষ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন এবং সবগুলো উইকেই ছিল ক্যাচ থেকে।
২০১৩ সালে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করা আল আমিন বিপিএলেরও প্রথম হ্যাটট্রিকম্যান। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার।
বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে তৃতীয় হ্যাটট্রিকটি করেন ডানহাতি অফ স্পিনার আলিস আল ইসলাম। ঢাকা ডাইনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। তৃতীয় বোলার হিসেবে গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির হয়ে হ্যাটট্রিক করেন ডানহাতি পেসার মানিক খান।