প্রিয় বালিশ নিয়ে বাংলাদেশে এসেছেন রিজওয়ান
রুটিন মেনে চলতে হয় অ্যাথলেটদের। যেকোনো ধরনের খেলার খেলোয়াড়দের নির্দিষ্ট রুটিন থাকে। যেখানে ঘুম খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেওয়া হয় খেলোয়াড়দের। সেটা ভালো করেই মানেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। আর সুন্দর ঘুমের জন্য ডানহাতি এই ওপেনার সব সময় একটি বালিশ সঙ্গে রাখেন।
রিজওয়ানের কাছে বালিশটি খুব প্রিয়। এই বালিশ ছাড়া ভালো ঘুম হয় না তার। তাই তো বাংলাদেশেও প্রিয় বালিশটি নিয়ে এসেছেন ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা পাকিস্তানের এই ব্যাটসম্যান। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে, সবখানেই একই বালিশে ঘুমান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পাকিস্তান দল পৌঁছার পর দেখা যায়, রিজওয়ান তার বালিশটি বুকে চেপে ধরে আছেন।
পাকিস্তান দলের সূত্র থেকে জানা গেছে, এই বালিশটি বাড়ি থেকে নিয়ে এসেছেন রিজওয়ান। বিশ্বকাপ চলাকালীন এই বালিশেই ঘুমিয়েছেন তিনি। এই বালিশে ভালো ঘুম হওয়ায় এটা কখনও হাতছাড়া করেন না পাকিস্তান ওপেনার। এমনকি দেশের মধ্যে কোথাও গেলেও বালিশটি সঙ্গে রাখেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া রিজওয়ান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কেটেছে রিজওয়ানের। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। ৩০৩ রান নিয়ে শীর্ষে আছেন রিজওয়ানেরই উদ্বোধনী জুটির সতীর্থ ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।