আর্জেন্টিনার পতাকায় সূর্য কেন?
মেসির দেশ আর্জেন্টিনার পতাকায় মানুষের মুখসংবলিত একটি সূর্য দেখা যায়। এর ৩৬টি রশ্মি, যার ১৮টি সরল আর বাকিগুলো বক্র। এই সূর্যকে বলা হয় সান অব মে মানে মে মাসের সূর্য।
এই মে মাসের সূত্র খুঁজতে যেতে হবে ১৮১০ সালে। ওই বছরের ১৮-২৫ মে স্প্যানিশ দখলদারদের বিরুদ্ধে আর্জেন্টাইনরা যে বিপ্লব ঘটিয়েছিল, সেটাই মে বিপ্লব। স্থানীয়রা বিশ্বাস করে, ওই বিপ্লব মেঘের আড়াল থেকে সূর্যকে বের করে এনেছিল, আলো ছড়িয়ে দিয়েছিল দিকে দিকে।
ম্যানুয়াল বেলগ্রানো আর্জেন্টিনার প্রথম পতাকার নকশা করেছিলেন আর স্বাধীনতা যুদ্ধ চলাকালে সৈনিকদের উৎসাহ দিতে এটি প্রথম ওড়ানো হয়েছিল ১৮১২ সালে। তবে তখনো পতাকায় সূর্য ছিল না। সাদাকে মাঝখানে রেখে আড়াআড়ি হালকা নীল রং ছিল অবশ্য।
পূর্ণ স্বাধীনতাপ্রাপ্তির জন্য আর্জেন্টিনাবাসীকে যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল ১৮১৬ সাল পর্যন্ত। ওই বছর পতাকাও অনুমোদন করে কংগ্রেস। আর ১৮১৮ সালে সূর্য যুক্ত করার বিষয়টি উত্থাপিত ও অনুমোদিত হয় কংগ্রেস অধিবেশনে। সে হিসাবে ১৮১৮ সালের শেষে বা ১৮১৯ সালের গোড়ায় সূর্যযুক্ত পতাকা পায় আর্জেন্টিনা।
তবে ১৮১৩ সালেই সূর্যখচিত মুদ্রা পেয়েছিল আর্জেন্টিনা। সূর্যের সঙ্গে আন্দেজবাসীর সম্পর্ক মধ্যযুগেরও আগে থেকে। ঘটনাটি এই।
ইনকা সাম্রাজ্যের সূর্যদেবতার নাম ইনতি। ইনকার রাজারা ইনতির প্রতিনিধি হিসাবে সিংহাসনে বসতেন।
১৫৩২ সালে স্পেনীয়রা দক্ষিণ আমেরিকা দখলে নেওয়ার আগপর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে আন্দেজ পর্বতমালা পর্যন্ত।
এ সাম্রাজ্যের অধীন প্রায় সব জনগোষ্ঠীর আরাধ্য ছিল ইনতি। সেই ইনতি স্বাধীনতা লাভের পর আর্জেন্টিনার পতাকায় স্থান পেল।
উরুগুয়ের পতাকায়ও আছে ইনতি কিছুটা ভিন্নভাবে। ফিলিপাইনের পতাকায়ও আছে সূর্য, এ দেশটিও ছিল স্পেনের উপনিবেশ।