ক্যামেরুনিয়ানের গোলে ক্যামেরুনকেই হারালো সুইজারল্যান্ড
আফ্রিকান সিংহ খ্যাত ক্যামেরুনকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। কাতারের আল জানইউব স্টেডিয়ামে ব্রিল এমবোলোর একমাত্র গোলে এই জয় পায় সুইসরা।
ক্যামেরুনের বিপক্ষে গোল করলেন ক্যামেরুনেই জন্ম নেওয়া ব্রিল এমবোলো। সুইজারল্যান্ডের হয়ে ক্যামেরুনের বিপক্ষে গোল করার পর উদযাপনও করেননি তিনি। গ্রুপ 'জি'র প্রথম ম্যাচ ছিল এটি।
এই জয়ের ফলে নিজেদের শেষ ৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপরাজিত থাকল সুইজারল্যান্ড, অপরদিকে ক্যামেরুনের অর্জন হয়েছে এক অনাকাঙ্খিত রেকর্ড, বিশ্বকাপে টানা ৮ ম্যাচ হেরেছে তারা। শুধুমাত্র মেক্সিকোই এই রেকর্ডে ক্যামেরুনের সঙ্গী।
আল জানইউব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে, যদিও সেগুলোর কোনোটিই পরিস্কার সুযোগ ছিল না। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে সুইজারল্যান্ড। ৫২ মিনিটে ১৩ টি পাস খেলার পর ব্রিল এমবোলোর ফিনিশ ১-০ গোলের লিড এনে দেয় সুইসদের। এরপর ক্যামেরুন গোল শোধ করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সুইজারল্যান্ড বেশ দক্ষতার সঙ্গেই তাদের ১-০ গোলের লিড ধরে রাখে।
ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। সুইসদের দখলে ছিল ৫১% সময়, গোলমুখী প্রচেষ্টায় আবার এগিয়ে ছিল আফ্রিকান সিংহরা। তাদের ৮ শটের বিপরীতে সুইসদের শট ছিল ৭ টি।
এই জয়ের ফলে গ্রুপ 'জি'র শীর্ষে উঠে গেল সুইজারল্যান্ড। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড, ক্যামেরুন খেলবে সার্বিয়ার সঙ্গে।