গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না নেইমারের
বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। শুক্রবার রাতে ম্যাচ শেষ হওয়ার পরপরই বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নেইমারের ফুলে যাওয়া গোড়ালির ছবি। এই চোটে নেইমার পরবর্তী দুটি ম্যাচ মিস করতে পারেন বলে আশঙ্কা করা হয়েছিল, শেষ পর্ন্ত সেটাই হলো। গ্রুপ পর্বের দুই ম্যাচে খেলা হচ্ছে না তার। এমনকি দানিলোরও খেলা হবে না।
ব্রাজিল দলের চিকিৎসক রয়টার্সকে বলেছেন, 'শুক্রবার বিকেলে নেইমার ও দানিলোর এমআরআই করা হয়েছে। দুই জনই গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছে। তারা নিশ্চিতভাবে পরের ম্যাচে খেলতে পারছে না। তারা চিকিৎসার ভেতর দিয়ে যাবে এবং বিশ্বকাপে আবার খেলার জন্য তাদের প্রস্তুত করার চেষ্টা করা হবে।'
সার্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পিএসজি তারকা নেইমার, যদিও ততক্ষণে তার দল ২-০ গোলে এগিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছেন নেইমার। সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের সাথে সংঘর্ষে গোড়ালিতে চোট পান নেইমার।
মাঠ ছেড়ে যাওয়ার পর বেঞ্চে বসে থাকা নেইমারের চোখেমুখে ছিল বিষাদের ছায়া। কারণ ইনজুরির সাথে লড়াইয়ের গল্পটা যে বেশ পুরনো নেইমারের! ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ম্যাচে ৭-১ গোলের লজ্জাজনক হারের শিকার হয়েছিল ব্রাজিল। মেরুদণ্ডের ভার্টিব্রা ফ্র্যাকচারে ইনজুরির কারণে সেই ম্যাচটিও মিস করেছিলেন নেইমার।
নেইমারের বদলে পরবর্তী ম্যাচ দুটিতে মাঠে নামতে পারেন জেসুস ও মার্তিনেল্লি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরুতে বেঞ্চেই ছিলেন আর্সেনাল জুটি জেসুস ও মার্তিনেল্লি। যদিও গুঞ্জন ছিল যে রিচার্লিসনের বদলে মাঠে নামানো হবে জেসুসকে। যদিও পরে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোলের মাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছেন টটেনহাম তারকা রিচার্লিসন।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্টনি এবং রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকেও দ্বিতীয়ার্ধের সময় মাঠে নামানো হয়, যা ব্রাজিল স্কোয়াডের শক্তিকে আরও বাড়িয়ে তোলে।
এর আগে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাজমার বলেছিলেন, "ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন নেইমার। সার্বিয়ার খেলোয়াড়ের হাঁটুতে তার আঘাতের কারণে নেইমার বেঞ্চে থাকা অবস্থায়ই অবিলম্বে আমরা তার চিকিৎসা শুরু করি। তবে বিষয়টা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য আমাদের ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন আমরা এমআরআই রিপোর্ট দেখার অপেক্ষায় আছি।"
তবে ব্রাজিল কোচ তিতে অবশ্য নেইমারকে নিয়ে আশার বাণীই শুনিয়েছেন। তিনি বলেছেন, "চিন্তার কিছু নেই। নেইমার বিশ্বকাপ খেলবে। নেইমার যে খেলা অব্যহত রাখবে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।" এমনকি তিতে এও জানিয়েছিলেন যে দলকে সাহায্য করতে ইনজুরি নিয়েই ১১ মিনিট খেলেছিলেন নেইমার!
ফুলে যাওয়া গোড়ালি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নেইমারকে মাঠ ছাড়তে দেখে শঙ্কিত অগণিত ব্রাজিল ভক্ত। সোমবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে নেইমার সুস্থ হবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আর নেইমার মাঠে নামতে না পারলে ভাগ্যের শিকে ছিঁড়বে জেসুস ও মার্তিনেল্লির। তাই মূল একাদশের হয়েই মাঠে নামার জন্য আশা করতেই পারেন তারা!
সূত্র: ফুটবল লন্ডন