এমন ইতিহাস গড়ো যেন সবাই আজীবন মনে রাখে: সৌদি খেলোয়াড়দের উদ্দেশে রেনার্ড
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। সেই সঙ্গে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড। দলের খেলোয়াড়দের জয়ের অন্য অনুপ্রাণিত করতে তার জুড়ি নেই, ড্রেসিংরুমের ভাইরাল হওয়া এক ভিডিও দিয়েও সাড়া ফেলে দিয়েছেন এই কোচ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি সৌদি আরবের। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এই ম্যাচে জিতলে এবং অন্যদিকে পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনা না জিতলে সৌদি আরবের পথ পরিষ্কার। তবে এই গ্রুপের সমীকরণ আরও অনেক দিক থেকেই সবচেয়ে জটিল!
মেক্সিকোর সাথে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন সৌদি কোচ রেনার্ড। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার বিরতির সময় ড্রেসিং রুমে তার বক্তব্যের কথা স্বীকার করেই রেনার্ড জানান, সবসময়ই তার ঝাঝালো অনুপ্রেরণায় যে দল জিতে ফেরে তা নয়।
"হাফ টাইমে দলের যোগাযোগ বিভাগের করা এক মিনিটের রেকর্ডটি মেনে নিয়েই বলছি, আমি সৌভাগ্যবান যে ওইদিন আমার কৌশল কাজে দিয়েছিল। কিন্তু আমি ২০ বছরেরও বেশি সময় ধরে কোচিং করছি এবং বিনয়ের সাথেই জানাচ্ছি, দুর্ভাগ্যবশত সবসময় এটা কাজে দেয় না।"
তবে মেসির মতো সর্বকালের সেরা একজন খেলোয়াড় যে দলে আছেন, সেই দলকে হারিয়ে দেওয়াটা অবশ্যই বড় প্রভাব ফেলেছে জানিয়ে রেনার্ড বলেন, "এর প্রভাবটা এত বেশি যে এটা সারা জীবন থেকে যাবে। অন্তত কিছু মানুষ আমায় মনে রাখবে।"
সৌদি কোচ আরও বলেন, "আমাদের খেলোয়াড়দের কথা যদি ধরি, এই প্রজন্মের খেলোয়াড়রা দারুণ। কিন্তু তারা যদি চান ভক্তরা তাদের আজীবন মনে রাখুক, তাহলে তাদের ইতিহাস গড়তে হবে; তা নাহলে আগামী ২০-৩০ বছরের মধ্যেই সবাই তাদের ভুলে যাবে।"
নকআউট পর্বে পৌছাতে পারলে সৌদি আরব মুখোমুখি হতে পারে ফ্রান্সের, যা ফরাসি কোচ রেনার্ডের জন্য বিশেষ কিছু!
তিনি বলেন, "আমি জানি কার মুখোমুখি হতে হবে, সেটা নিয়ে আমি হিসেবনিকেশ করিনি বললে মিথ্যা বলে হবে। তবে আপাতত আমাদের সব শক্তি ও মনোযোগ আরোপ করতে হবে মেক্সিকোর সাথে ম্যাচে।"
ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থাকা রেনার্ডকে জিজ্ঞেস করা হয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটাই তার জীবনের সবচেয়ে বড় ম্যাচ হয়ে থাকবে কিনা। কিন্তু জবাবে রেনার্ড বলেন, আফ্রিকা কাপ অব নেশনস এর দুটি ফাইনালে বিজয়ই এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় ম্যাচ।
রেনার্ড বলেন, "এগুলো হচ্ছে এমন ম্যাচ যেখানে কোনো গড়বড় করা যাবে না, তা নাহলে সারা জীবন অনুশোচনা করতে হবে। আর জীবনে অনুশোচনা থাকাই সবচেয়ে ক্ষতিকর ব্যাপার। তাই আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে।"
সূত্র: এমএসএন