বিশ্বকাপ গোলে রোনালদো এবং ম্যারাডোনার চেয়ে এগিয়ে এখন এমবাপ্পে
বিশ্বকাপ গোলে কিলিয়ান এমবাপ্পে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং দিয়েগো ম্যারাডোনার চেয়ে এগিয়ে গেছেন, সমতায় আছেন মেসির সাথে।
রবিবার বিকেলে আল থুমামা স্টেডিয়ামে ফ্রান্স তাদের শেষ ষোলোর লড়াইয়ে পোল্যান্ডের সাথে মুখোমুখি হলে এমবাপ্পে তার গোলের খাতায় আরও দুটি গোল যোগ করেন। ফলস্বরূপ, ১৯৫৮ সাল থেকে পেলের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের মধ্যেই মোট পাঁচটি গোল করেছেন ২৩ বছর বয়সী এই তারকা।
অলিভিয়ের গিরুদ প্রথমার্ধের বিরতির ঠিক আগে ফ্রান্সের হয়ে গোলের সূচনা করেন। এমবাপ্পের দুটি গোলে তাদের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। খেলার ৭৪তম মিনিটে এমবাপ্পে প্রথম গোলটি করেন। তার সরব উপস্থিতি জানান দিতে ১৬ গজ দূর থেকে কিক করে বল জালে ভেড়ান। খেলার ৯০+১ মিনিটে ফ্রান্সের লিড বাডিয়ে তার দ্বিতীয় গোলটি করেন এবং কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেন।
২৩ বছর বয়সী এই খেলোয়াড় গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখনও শীর্ষে। কাতার বিশ্বকাপের চারটি ম্যাচে মোট পাঁচটি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন। দুই বিশ্বকাপে এমবাপ্পে মোট নয়টি গোল করেছেন - যার মধ্যে পাঁচটি কাতার বিশ্বকাপে এবং বাকি চারটি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে যেখানে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিলো।
এখন পর্যন্ত মোট ১৩ জন আছেন যারা বিশ্বকাপে এমবাপ্পের থেকে বেশি গোল করেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ একক গোলদাতার চেয়ে ৬ গোল পিছিয়ে আছে এই ফরাসি তারকা ফুটবলার। এমবাপ্পে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন - যিনি ২০ ম্যাচে আট গোল করেছেন - এবং দিয়েগো ম্যারাডোনার থেকেও এগিয়ে আছেন এমবাপ্পে, ম্যারাডোনা ২১ ম্যাচে আট গোল করেছিলেন আট গোল। ১২ বছরের ছোট হওয়া সত্ত্বেও এমবাপ্পে তার পিএসজি সতীর্থ মেসির সাথে বিশ্বকাপে গোলের সমতা এনেছে ইতোমধ্যেই। পিএসজির এই ফরোয়ার্ড ফ্রান্সের হয়ে গত ১৪ ম্যাচে ১৬ গোল করেছেন এবং ৬৩টি খেলায় মোট ৩৩টি গোল তার।