এই সফরে আমরা একসঙ্গে হাঁটছি: ব্রাজিলের খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে পেলের বার্তা
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামার আগেই ফুটবল কিংবদন্তি পেলের শুভেচ্ছাবার্তা পান ব্রাজিলের ফুটবলাররা। কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়তে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন পেলে। সেখান থেকেই জাতীয় দলের জন্য বার্তা দেন তিনি।
সোমবার ম্যাচ শুরুর আগে ৮২ বছর বয়সি পেলে এক ইনস্টাগ্রাম বার্তায় ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে তোলা একটি ছবি ভাগাভাগি করে ব্রাজিলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে বার্তা দেন। ওই বিশ্বকাপেই গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় ব্রাজিল।
ইনস্টাগ্রাম বার্তায় পেলে লেখেন, 'আমি হাসপাতালে বসে খেলা দেখব। আর তোমাদের প্রত্যেকের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকব। এই সফরে আমরা একসঙ্গে হাঁটছি। শুভকামনা, আমাদের ব্রাজিল!'
ইনস্টাগ্রাম পোস্টে ১৯৫৮ বিশ্বকাপের একটি ছবিও আপলোড করেন এই কিংবদন্তি। ছবিতে দেখা যাচ্ছে, সুইডেনের একটি শহরের রাস্তায় তিনি হাঁটছেন। ওই ছবিতে পেলে লিখেছেন, '১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবছিলাম। আমি জানি, ব্রাজিল দলের অনেকেই এবারও এমন প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম বিশ্বকাপের স্বপ্নও দেখছে।'
কিংবদন্তির বার্তা পেয়েই চনমনে হয়ে ওঠে পুরো ব্রাজিল শিবির। আর দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে পেলের আরোগ্য কামনায় প্রার্থনা করেন তিতের শিষ্যরা।
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে পেলের দ্রুত আরোগ্য কামনার বার্তা দেয় ব্রাজিল দল। মাঠের মাঝে পেলের ছবিসহ একটি লম্বা ব্যানার নিয়ে এই বার্তা দেন নেইমাররা। তার দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করে ব্রাজিল ব্রিগেড।
ম্যাচের পর নেইমার বলেন, 'আশা করি তিনি [পেলে] যত দ্রুত সম্ভব সেরে উঠবেন।'
২০২১ সালের সেপ্টেম্বরে পেলের কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয়। তারপর থেকে তাকে নিয়মিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার ক্যানসার আক্রান্ত পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণেও আক্রান্ত হয়েছেন বলে খবর আসে। এমনকি তাকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে বলেও খবর ছড়ায়। যদিও এ দাবি অস্বীকার করেছে তার পরিবার। পেলে নিজেও হাসপাতাল থেকে এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, তিনি আপাতত ভালো আছেন।
- সূত্র: রয়টার্স