আমাদের মধ্যে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: হার না মানা মানসিকতা নিয়ে বললেন লুকা মদ্রিচ
আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ। কাতার বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচের আগে নিজদের দলকে রিয়াল মাদ্রিদের হার না মানা মানসিকতার সাথে তুলনা করলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। নিজেদের রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে বলে জানান তিনি। খবর গোল ডট কম-এর।
কেবল নিজের জাতীয় দল নয়, রিয়াল মাদ্রিদেরও অন্যতম প্রাণ ভোমরা তিনি। চ্যাম্পিয়নস লীগ মানেই যেন রিয়াল মাদ্রিদ। ফুটবল বিশ্বে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটিকে তারা নিজেদের বানিয়ে ফেলেছে - এমনটা বললেও বোধহয় ভুল হবে না। এই স্প্যানিশ ক্লাবটির রয়েছে হার না মানা মানসিকতা!
চলতি বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে জিতে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। সেই টুর্নামেন্টে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন লুকা মদ্রিচ।
এবারের বিশ্বকাপ আসরেও এমন ভূমিকাই পালন করছেন ক্রোয়াশিয়ার এই মিডফিল্ডার। এই নিয়ে ৩৭ বছর বয়সী মদ্রিচ পরপর দুটো বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে নিয়ে গেলেন।
সম্প্রতি ফুটবল বিষয়ক স্প্যানিশ টিভি প্রোগ্রাম এল চিরিঙ্গুইতো'তে মদ্রিচ বলেন, 'বলতে পারেন, আমাদেরও রিয়াল মাদ্রিদের মতো একই ডিএনএ রয়েছে। কারণ আমরা সবসময় খেলায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাই। কখনো হাল ছাড়ি না।'
আসন্ন ম্যাচে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলতে বেশ আগ্রহী হয়ে আছেন ক্রোয়ায়য়ার এই অধিনায়ক। স্পেনের রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম টেলিভিশন এস্পানোলা'তে তিনি বলেন, 'কেবল একজন বড় খেলোয়াড় নয়, সেমিফাইনালে আরও একবার একটা বড় দলের সাথে খেলতে চাই।'
আর্জেন্টিনার মধ্যমণি লিওনেল মেসি সম্পর্কে তিনি বলেন, 'অবশ্যই, তাদের সবচেয়ে ভালো খেলোয়াড় মেসি। তাকে থামাতে হলে আমাদের যথেষ্ট বেগ পেতে হতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা নিজেদের সর্বোচ্চটুকু দেব। আশা রাখি, ফাইনালে ওঠার জন্য সেটিই যথেষ্ট হবে।'