ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন, পূর্ণ শক্তির দল নামাচ্ছে মরক্কো
দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য একাদশ ঘোষণা করেছে ফ্রান্স এবং মরক্কো। কাতারের আল-বাইত স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে দুই দল। জয়ী দল ফাইনালে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেমি-ফাইনাল খেলতে নামছে ফ্রান্স, অপরদিকে ইতোমধ্যে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠা মরক্কো এবার পাখির চোখ করছে ফাইনালকে।
ফ্রান্স দলে আছে দু'টি পরিবর্তন। চোটের কারণে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বাধ্য হয়েছেন পরিবর্তন গুলো আনতে। সেন্টার ব্যাক উপামেকানোর জায়গায় এসেছেন কোনাতে, আর মাঝমাঠে রাবিওর জায়গায় খেলবেন ফোফানা।
অপরদিকে চোট চোখ রাঙাচ্ছিল মরক্কোকেও, কিন্তু পূর্ণ শক্তির দলই পাচ্ছেন ওয়ালিদ রেগরাগুই।
ফ্রান্স একাদশ
লরিস, কুন্দে, ভারানে, কোনাতে, চুয়ামেনি, ফোফানা, গ্রিজমান, দেম্বেলে, এমবাপ্পে, জিরু।
মরক্কো একাদশ
বুনু, মাজরাওই, সাইস, আগুয়ের্দ, ইয়ামিক, হাকিমি, আমরাবাত, ওউনাহি, জিয়েশ, বুফাল, এন নেসিইয়েরি।