মরক্কোর বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া
৬ মিনিটের মাথায় পরিকল্পিত ফ্রিক-কিক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন গাভারদিওল। কিন্তু সেটি বেশিক্ষণ টেকেনি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে গোল করেছে ক্রোয়েশিয়া এবং মরক্কো দুই দলই।
৬ মিনিটের মাথায় পরিকল্পিত ফ্রিক-কিক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন গাভারদিওল। কিন্তু সেটি বেশিক্ষণ টেকেনি।
মাত্র ১১২ সেকেন্ডের মধ্যে সেটি শোধ করে মরক্কো। ফ্রি-কিক থেকেই মাথা ছুঁইয়ে গোল করেন দারি। প্রতিপক্ষের গোলের পর এটিই সবচেয়ে দ্রুততম গোল শোধের রেকর্ড এবারের বিশ্বকাপে।
ম্যাচের ৪২ মিনিটে ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে দেন ওরসিচ।