রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
প্রতি বিশ্বকাপেই কোনো না কোনো তরুণ তুর্কির আগমণ ঘটে। ব্যতিক্রম ছিলো না কাতার বিশ্বকাপও। বেশ কয়েকজন নতুন প্রজন্মের তারকা খুঁজে পেয়েছে এই বিশ্বকাপ। তাদেরই একজন, নেদারল্যান্ডসের উইঙ্গার কোডি গাকপো। ২৩ বছর বয়সী এই ডাচ তারকাকে কিনে নিয়েছে লিভারপুল।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন গাকপো। বিশ্বকাপের আগে থেকেই তার উপর নজর ছিলো ইউরোপের বড় ক্লাবগুলোর। শেষ পর্যন্ত বাকিদের টেক্কা দিয়ে গাকপোকে দলে ভিড়িয়েছে লিভারপুল। যার জন্য তাদেরকে গুনতে হয়েছে রেকর্ড পরিমাণ ফি।
তবে সেটি লিভারপুলের জন্য নয়, গাকপোকে যে ক্লাব থেকে কিনেছে তারা, সেই ডাচ ক্লাব পিএসভিকে তাদের ইতিহাসের রেকর্ড ভঙ্গ করা ট্রান্সফার ফি দিতে হয়েছে।
যদিও ট্রান্সফার ফি'র পরিমাণ জানায়নি দুই ক্লাবের কেউই, ধারণা করা হচ্ছে, সব ধরণের শর্ত মিলিয়ে ৫০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি টাকায় ৭০০ কোটি টাকা প্রায়) খরচ হয়েছে লিভারপুলের।
গাকপোকে পাবার দৌড়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালও। কিন্তু তাদেরকে পেছনে ফেলে তাকে দলে নিয়েছেন জুর্গেন ক্লপ। জানুয়ারির ১ তারিখ থেকে লিভারপুলের খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবেন গাকপো।
বিশ্বকাপে দেখানো ফর্ম ক্লাবেও ধরে রাখতে পারলে, গাকপো বিশ্বসেরাদের একজন হতে পারবেন বলেই ধারণা লিভারপুল সমর্থকদের।