হ্যাটট্রিকে সোনালী জুতো পায়ে তুললেন এমবাপ্পে
ফাইনালে হ্যাটট্রিক করেও হারের যন্ত্রণায় পুড়তে হল কিলিয়ান এমবাপ্পেকে। তবে সান্ত্বনা হিসেবে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ২৪ বছর বয়সী ফরাসি তারকা। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ফাইনালে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ও এমবাপ্পে।
তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের চাইতে বিশ্বকাপ ট্রফিটাই হয়তো বেশি করে চাইছিলেন এমবাপ্পে। তার হ্যাটট্রিকেই যে ফ্রান্স টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল।
এমবাপ্পের ৮ গোলের মধ্যে ৩ টি এসেছে গ্রুপ পর্বে। ২ টি করেছেন শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে। ফাইনালে তো করেছেন হ্যাটট্রিকই।
কাতারের ৮ গোল নিয়ে বিশ্বকাপে সর্বমোট ১২ গোল করলেন এমবাপ্পে, যা তাকে বসিয়েছে পেলের পাশে। এমবাপ্পের সামনে সুযোগ আছে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার।
১৬ গোল করে যা এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে, তার গোল ১৬ টি। এমবাপ্পে আরও বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন, তাই রেকর্ডটি যে তার হতে পারে, সেই সম্ভাবনা প্রবল।