শিরোপা উৎসবে এমবাপ্পেকে নিয়ে 'ট্রল' মার্তিনেসের
বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও হারবেন, নিজের সুদূরতম কল্পনাতেও ভেবেছিলেন কী কিলিয়ান এমবাপ্পে! কিন্তু সেই দুর্ভাগ্যবানের তালিকায় নাম লেখা হয়ে গেছে তার। এমিলিয়ানো মার্তিনেস কে তিনবার পরাস্ত করেও বিশ্বকাপ শিরোপার ছোঁয়া পাননি এমবাপ্পে।
ফাইনালে এমিলিয়ানো মার্তিনেসের বিপক্ষে তিনবার বল জালে জড়িয়েছেন এমবাপ্পে। টাইব্রেকারসহ ধরলে সেটি চারবার। তিনবারই পেনাল্টি থেকে মার্তিনেস পরাস্ত হয়েছেন এমবাপ্পের কাছে। তবে শেষ হাসি হেসেছেন মার্তিনেসই।
টাইব্রেকারে মার্তিনেসের বীরত্বেই জিতেছে আর্জেন্টিনা। পুরো টাইব্রেকারের সময়টা মাথা খাটানোর খেলা খেলেছেন মার্তিনেস। আর সেই ফাঁদে পড়েই শট মিস করেছেন কোম্যান এবং চুয়ামেনি।
ম্যাচশেষে এমবাপ্পে সান্ত্বনা জানান মার্তিনেস, কিন্তু সেটি যে তার দেখানোর জন্য ছিল তা একটু পরেই বোঝা গেছে। ড্রেসিংরুমে এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করে গান গেয়েছেন। সেখানে তাল মিলিয়েছেন আর্জেন্টিনার বাকি খেলোয়াড়েরাও।
তবে এবার একধাপ বাড়িয়ে আরেক কান্ড ঘটিয়েছেন মার্তিনেস। বুয়েন্স এইরেসের রাস্তায় ট্রফি নিয়ে প্যারেডের সময় মার্তিনেসের হাতে দেখা গেল একটা পুতুল। আর সেই পুতুলের মুখের জায়গায় এমবাপ্পের ছবি।
এই ছবি ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী। যার জন্য সমালোচনার শিকারও হচ্ছেন মার্তিনেস। তবে মার্তিনেসের আজন্ম অভ্যাস বলে এটিকে স্বাভাবিক হিসেবেই নিচ্ছেন আর্জেন্টিনা ভক্তরা।