বরখাস্ত হলেন নেইমারদের কোচ
বড় দিনের একদিন আগে চাকরি হারালেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ টমাস টুখেল। নেইমার-এমবাপ্পেদের জার্মান এই কোচকে বরখাস্ত করেছে পিএসজি।
আগের রাতেই লিগ ওয়ানে বড় জয়ে পেয়েছে পিএসজি। নেইমারবিহীন পিএসজি ঘরের মাঠে স্ত্রাসবুরকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। এর পরদিনই চাকরি হারানোর খবর শুনলেন টুখেল।
জার্মান এই কোচের সঙ্গে পিএসজির চুক্তি বাতিলের খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড ও ফরাসি পত্রিকা লেকিপে। বিসিবিও একই খবর প্রকাশ করেছে। যদিও পিএসজি এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এ নিয়ে।
লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে পিএসজির সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে শেষ সাত ম্যাচে বাজে সময়ই গেছে তাদের। সাত ম্যাচের মাত্র ৪টিতে জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। বাকি তিন ম্যাচের দুটিতে হার ও একটিতে ড্র। সব মিলিয়ে ১৭ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে পিএসজি।
টুখেলকে বরখাস্ত করার কারণের মধ্যে এটি একটি, তবে এটাই অন্যতম নয়। অন্যতম কারণটা টুখেলের জন্য হতাশারই। দলের দুই তারকা খেলোয়াড় নেইমার ও এমবাপ্পেকে নিয়ে মজা করায় বিপদ দাঁড়িয়ে গেছে তার সামনে।
স্পোর্টস ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টুখেল মজা করে বলেছিলেন, নেইমার-এমবাপ্পেদের মতো তারকা খেলোয়াড়কে সামলানো বেশ কঠিন। তাদেরকে খুশি রাখার কাজটি সহজ নয়। যে কারণে নিজেকে কোচের চেয়ে বেশি রাজনীতিবিদ মনে হয়। এটাতে ক্লাব কর্তৃপক্ষ চটেছে। এ কারণে তাকে না রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
যদিও টুখেলের দাবি তার কথার ভুল অনুবাদ করা হয়েছে। তিনি বলেন, 'আমি বলিনি যে খেলার চেয়ে রাজনীতি বেশি মনে হয় বা আমি অনুশীলনের মজা হারিয়েছি। ওরা সম্ভবত ভুল অনুবাদ করেছে। আবার ভিডিও সাক্ষাৎকারটা দেখুন। আমি বলেছি পিএসজি অনন্য এবং আমার জন্য বেশ বড় চ্যালেঞ্জ। এটা সব সময়ই তাই ছিল। আমি এ চ্যালেঞ্জ পছন্দ করি এবং কোনো কিছুই বদলায়নি।' কিন্তু ভুল ভাঙানোর আগেই চাকরি হারাতে হলো তাকে।