বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। প্রথম তিন ম্যাচ দিয়েই সিরিজ জয় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। অজিরা একমাত্র জয়টি পায় চতুর্থ টি-টোয়েন্টিতে। সেখানে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে বাংলাদেশ উড়িয়ে দেবে, এমন ধরে নিয়েছিল অনেকেই। সিরিজের শুরু দেখেও তেমনই মনে হয়েছিল। প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তবে অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশের উইকেট পড়তে দেরি করেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অন্য চেহারায় কিউইরা। ৪ রানে হেরে গেলেও এই ম্যাচে দারুণ লড়ে সফরকারীরা। আর তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। জয়ে উজ্জীবিত কিউইরা সিরিজে সমতা আনতে মরিয়া।
চতুর্থ টি-টোয়েন্টির আগে হুমকিই দিয়ে রাখলেন গ্লেন পকন্যাল। এই সফরে নিউজল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পাওয়া পকন্যাল জানিয়েছেন, সিরিজ ২-২ সমতা করতেই মাঠে নামবে তার দল। হেরে তেতে ওঠা বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে তারা।
নিজেদের কন্ডিশনে, চিরচেনা উইকেটে হারের পর বাংলাদেশ যে জয়ে ফিরতে মরিয়া থাকবে, সেটা সহজেই বুঝতেই পারছেন পকন্যাল। কিন্তু এতে চিন্তিত নয় সফরকারীরা। প্রতিপক্ষের আক্রমণ রুখে সেরা ক্রিকেট খেলার মাধ্যমে জয় ছিনিয়ে নিতে প্রস্তুত তারা।
নিউজিল্যান্ডের কোচ বললেন, 'শুধু আমাদের বিপক্ষে নয়, ঘরের মাঠে বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই তাদের রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবেই তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে, ওই হারটাও নিশ্চয়ই তাদের পোড়াচ্ছে। তারা লড়াই করতে নামবে, সেটা মানিয়ে নিতে আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা আগুনের জবাব আগুন দিয়েই দেব, সেই সামর্থ্য আমাদের আছে।'
দুই ম্যাচ বাকি, কিন্তু বাংলাদেশ দুটিতে জেতায় চতুর্থ ম্যাচটি হারলেই সিরিজ খোয়াতে হবে নিউজিল্যান্ডকে। জয়ের বিকল্প নেই কিউদের সামনে। এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকাতেই সব মনোযোগ তাদের। পকন্যাল বলেন, 'আমাদের অনেক কিছু পাওয়ার আছে, যেটা খুবই ভালো। খুবই কাছাকাছি আছি আমরা। কাল সিরিজ ২-২ করতে পারলে শেষ ম্যাচ নিয়ে ভাবব। ছেলেরা এটার প্রস্তুত, যা দারুণ ব্যাপার।'
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চতুর্থ টি-টোয়েন্টি ৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা, আর কিউইরা মরিয়া সিরিজ বাঁচিয়ে রাখতে।