বাংলাদেশ-ভারতের ‘গোলাপী’ টেস্ট ম্যাচের বিস্তারিত
কলকাতার ইডেন গার্ডেনে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া গোলাপী বলের ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচকে কেন্দ্র করে শহরজুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। গোলাপী আলোতে ঢেকে ফেলা হয়েছে ইডেনের আশপাশের বিভিন্ন পার্ক ও স্থাপনা।
এর আগে ২০১৫ সালে অ্যাডিলেডে প্রথম দিন-রাতের টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। চার বছর পর এক নম্বর টেস্ট দল ভারত এবং নয় নম্বর টেস্ট খেলুরে দল হিসেবে দিন-রাতের টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১২ সালেই দিন-রাতের টেস্টের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু তারপর প্রথম গোলাপী বল মাঠে নামাতে সময় লেগেছিল তিন বছর।
ভারত ও বাংলাদেশ ১২তম গোলাপী বলের ক্রিকেট খেলতে নামছে ক্রিকেটের ইতিহাসে। এই ম্যাচ ঘিরে বেশ কিছু তথ্য জেনে নিন:
- কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজন করতে চলেছে ভারত।
- ম্যাচ শুরু হবে দুপুর ১টা থেকে, শেষ হবে রাত ৮টায় (ভারতীয় সময়)।
- ম্যাচে প্রথম বিরতি হবে দুপুর ৩টায়, দ্বিতীয় সেশন শুরু হবে ৩টা ৪০ মিনিটে। দ্বিতীয় বিরতি দেয়া হবে বিকাল ৫টা ৪০ মিনিটে এবং ফাইনাল সেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
- ম্যাচটি খেলা হবে গোলাপী এসজি বলে। ভারতীয় ক্রিকেট বোর্ড এসজিকে ৭২টি বল বানানোর অর্ডার দিয়েছিল এ ম্যাচের জন্য।
- ম্যাচের দিন সেনাবাহিনীর প্যারাট্রুপার উড়ে এসে ঠিক টসের আগে দুই অধিনায়ক বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে তুলে দেবে গোলাপী বল।
- ইডেনের বাইরে জায়ান্ট গোলাপী বেলুন লাগানো হয়েছে যা ম্যাচের শেষ পর্যন্ত থাকবে।
- শহীদ মিনারের আলোর রঙও গোলাপি করে দেয়া হয়েছে। পাশাপাশি কলকাতার বেশ কিছু পার্ককেও গোলাপী আলোতে সাজানো হয়েছে।
- ভারত-বাংলাদেশ প্রথম দিন-রাতের টেস্টের দুই অফিশিয়াল ম্যাসকট পিঙ্কু ও টিঙ্কু।
- প্রথম তিন দিনের ৬৫ হাজার করে টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
- শহরজুড়ে বিলবোর্ড, ছয়টি এলইডি বোর্ড, ব্র্যান্ডেড বাস গত সোমবার থেকে ছড়িয়ে দেয়া হয়েছে।