বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু ২৪ অক্টোবর
করোনাভাইরাসের কারণে লম্বা বিরতি শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ইংলিশরা। বর্তমানে চলছে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ। অন্যান্য দেশগুলোও ক্রিকেট ফেরানোর চেষ্টায়। বাংলাদেশও একই পথে হাঁটছে। শ্রীলঙ্কা সফর দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্তই হয়ে আছে। বাকি শুধু ফরম্যাট ও সূচি ঠিক করা। তবে এর মাঝেই সফর সূচি ও খেলার শুরুর দিনক্ষণ অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ জাতীয় দল। সঙ্গী হবে হাই পারফরম্যান্স দলও (এইচপি)।
২৩ সেপ্টেম্বর গেলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে অক্টোবরের শেষ দিকে। ২৪ অক্টোবর মাঠে গড়াতে পারে প্রথম টেস্ট। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তবে তিন টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে নাকি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে, এটা এখনও চূড়ন্ত হয়নি।
বুধবার বিসিবিতে এক সভা শেষে আকরাম খান বলেন, 'আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। করোনা পরীক্ষা, খেলোয়াড়দের নিয়ে কীভাবে ক্যাম্পটা শুরু করব, এসব নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছি। এরপর আলোচনা করেছি, আমরা কতদিন দেশে অনুশীলন করব আর কতদিন সেখানে শ্রীলঙ্কায়।'
'সেখানে গিয়ে অনুশীলন করব, এটা মোটামুটি একটা নিশ্চিত করেছি আমরা। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা দেশে ১০-১২ দিন অনুশীলন করে তারপর এইচপি টিমকে নিয়ে শ্রীলঙ্কা যাব। তারপর সেখানে আমরা ২০-২৫ দিন একসঙ্গে অনুশীলন করব। অক্টোবরের ২৪ তারিখ থেকে আমাদের খেলা আছে।'
এক মাস সময় হাতে নিয়ে শ্রীলঙ্কায় যাবে জাতীয় দল ও এইচপি দল। শ্রীলঙ্কা পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দুই দলকে। এরপর দুই সপ্তাহ অনুশীলন করে আসল লড়াই শুরু করবে তারা।
সফরের ব্যাপারে এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'যাওয়ার তারিখটা এখন হয়তো একটু এদিক-ওদিক হতে পারে। সেপ্টেম্বরের ২৩ তারিখ যাওয়ার কথা রয়েছে। জাতীয় দলের সঙ্গে এইচপি দলও সফর করবে। এমনিতেও এইচপির শ্রীলঙ্কা সফর ছিল। যেহেতু সেখানে কোভিডের সংক্রমণটা একটু ভালো, তাই আমরা মনে করছি শ্রীলঙ্কায় সফর করলে জাতীয় দলের জন্যও ভালো হচ্ছে। অনুশীলন ম্যাচগুলো আমরা জাতীয় দলের জন্য দিতে পারব।'