রক্ত, চক্ষু পরীক্ষা ও ইসিজি করিয়ে প্রথম দিন কাটলো ক্রিকেটারদের
এশিয়া কাপ মাঠে গড়াতে আর এক মাস বাকি। এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরের প্রস্তুতির জন্য বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আজ (সোমবার) ছিল প্রথম দিন। ক্যাম্পে ৩২ জন ক্রিকেটার ডাক পেলেও এদিন ২০ জন ক্রিকেটার এসেছিলেন। এদিন কোনো অনুশীলন ছিল না, বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা করিয়ে সময় কেটেছে ক্রিকেটারদের।
বিসিবির একাডেমি ভবনে ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা করানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের সুবিধা মতো ক্রিকেটাররা একে একে এসে পরীক্ষা করিয়ে নেন। সবার রক্ত, চক্ষু পরীক্ষা ও ইসিজি করা হয়েছে। চট্টগ্রামের টাইগার্সের ক্যাম্পে থাকা ও বিদেশি লিগ খেলায় ব্যস্ত থাকা ক্রিকেটাররা ছাড়া সবাই প্রথম দিন এসেছিলেন। টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের আজই ঢাকা ফেরার কথা।
সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'আমাদের চুক্তির সব ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজ মূলত মেডিকেল টেস্ট হবে; রক্ত, চোখের পরীক্ষা ও ইসিজি। আজ মেডিকেল টেস্ট করা হচ্ছে, আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং করা হবে। হাড় আর পেশির কী অবস্থা, এসব করা হবে।'
মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট (ফিটনেস পরীক্ষা) হবে, ৮ আগস্ট শুরু হবে এশিয়া কাপের স্কিল ট্রেনিং। এর আগেই ফিটনেস পরীক্ষার ফলের ভিত্তিতে দল ছোট করা হবে, সংখ্যাটা হবে ২০-২২ জন। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হওয়ার আগেই সব কোচিং স্টাফের ঢাকায় ফেরার কথা।
এর আগে ফিজিও, চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। স্কিল ক্যাম্প শুরু হলে নির্দিষ্ট বিভাগের দায়িত্বে থাকা ব্যক্তিরা সামলাবেন সবকিছু। নাফিস বলেন, 'আপাতত ফিজিও, বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব নিচ্ছেন। যখন ফিটনেস টেস্ট হবে, তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন। যখন বোলিং ওয়ার্কলোড হবে, তখন বোলিং কোচ দায়িত্ব নেবেন। ব্যাটিং হলে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সেই অনুযায়ী পালন করবে। এটা আসলে নিয়মিত প্রক্রিয়া। এবার যেহেতু এশিয়া কাপের আগে ভালো সময় পাওয়া গেছে, তাই করা হচ্ছে।'
টাইগার্সের ক্যাম্প ও বিদেশি লিগ খেলায় বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশেষ এই ক্যাম্পে আপাতত পাওয়া যাচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় আছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। এই লিগ খেলে ফেরা সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন। এই লিগে খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কা গেছেন শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়ও।এ ছাড়া জিম্বা-আফ্রো লিগ খেলা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ কয়েকদিনের বিশ্রাম শেষে ক্যাম্পে যোগ দেবেন।
বিদেশি লিগ খেলা ক্রিকেটারদের দল ফাইনালে না উঠলে সে পরদিনই ক্যাম্পে যোগ দেবেন জানিয়ে নাফিস বলেন, 'এখন আমাদের ৫ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাইরে আছে; সাকিব, লিটন, আফিফ, শরীফুল, হৃদয়। ক্যাম্পে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের নির্দিষ্ট তারিখ আছে, যখন এনওসি ইস্যু করা হয়েছে। সেই দিনের পরই তারা ক্যাম্পে যোগ দেবে। কোনো দল যদি ফাইনালে না ওঠে, তখন হয়তো আগেই খেলা শেষ হয়ে গেল। সে ক্ষেত্রে পরের দিনই তারা ক্যাম্পে আসবে।'