বাফুফে নির্বাচন নিয়ে ফিফা সভাপতির বার্তা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বার্ষিক সাধারণ সভার পর শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বাফুফের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই, আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত আমি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভ কামনা জানাতে চাই।'
উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলেন, 'এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমার মন সেখানে পড়ে রয়েছে।'
'কোভিড-১৯ এর কারণে আমাদের ও বিশ্বজুড়ে সকলের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমাদের মাঝে দূরত্ব থাকলেও এই মুহূর্তে আমরা সকলেই একত্রে আছি এবং এই মুহূর্তে ফুটবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এর মূল লক্ষ্য হলো সকলকে একত্রিত করা।' যোগ করেন তিনি।
এবারও সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক এই তারকা ফুটবলার।
সভাপতি পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়। শেখ মোহাম্মদ আসলাম-মহিউদ্দিন মহির নেতৃত্বে গড়া সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন তিনি।
সারা দেশ থেকে আসা ১৩৯ জন কাউন্সিলর ভোট দেবেন। সভাপতি পদটি ছাড়া এই নির্বাচনে আছে আরও ২০টি পদ। ২১ পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন।