বিশ্বকাপ দল ঘোষণার দিন মিসবাহ-ওয়াকারের পদত্যাগ
বড় ধাক্কাই খেল পাকিস্তান ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মিসবাহ-উল-হক। বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনিস। জৈব সুরক্ষা বলয়ের কারণে দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার ধকল সামলাতেই সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ। তার সময়ে দায়িত্ব পাওয়ায় ওয়াকার এই সময়েই সরে দাঁড়ানো যুক্তিযুক্ত মনে করেছেন ওয়াকার।
সোমবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজেদের সিদ্ধান্তের কথা জানান মিসবাহ ও ওয়াকার। এরপরই বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে পিসিবি। এদিনই পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।
এই দলটি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ খেলবে।এর আগে আচমকা সরে দাঁড়ালেন মিসাবহ-ওয়াকার। মিসবাহ ও ওয়াকারের পদত্যাগে পাকিস্তান ক্রিকেট দলে সাকলায়েন মুশতাক ও আবদুল রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে। দুজনই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান দলের দায়িত্ব পান মিসবাহ ও ওয়াকার। পিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ আরও এক বছর ছিল। পদত্যাগপত্রে মিসবাহ লিখেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জ্যামাইকায় কোয়ারেন্টাইনে থাকার সময় গত ২৪ মাস ও আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে আমার চিন্তা করার সুযোগ হয়েছে। মনে হয়েছে আমি আমার পরিবার থেকে অনেক লম্বা সময় দূরে কাটিয়েছি, তাও আবার বায়ো-বাবল পরিবেশে। তাই আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।'
মিসবাহ আরও লিখেছেন, 'আমি বুঝতে পারছি, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা আদর্শ নয়। কিন্তু আমি মনে করি না আসন্ন চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। এখন নতুন কাউকে দায়িত্ব দেওয়া উচিত। গত ২৪ মাস ছিল উপভোগ্য। আমি আমার দল ও ম্যানেজমেন্টকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি পাকিস্তান ক্রিকেট দলকে আসন্ন ইভেন্টগুলোর জন্য শুভকামনা জানাই।'
মিসবাহর কাছ থেকে তার ভাবনার কথা শোনার পর ওয়াকারও পদত্যাগের সিদ্ধান্ত নেন। পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, 'মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাগাভাগি করার পর সরাসরি আমার মনে পদত্যাগের চিন্তা এসেছে। আমরা একসঙ্গে এই দায়িত্ব নিয়েছিলাম, একসঙ্গে কাজ করেছিলাম এবং এখন একসঙ্গে পদত্যাগও করলাম।'
পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, সোয়াইব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি ও ফখর জামান।