বিসিবির রাজস্বের ‘ন্যায্য ভাগ’ চান ক্রিকেটাররা
১১ দফা দাবিতে ক্রিকেটারদের চলমান ধর্মঘটের মধ্যে নতুন করে আরও দু’টি দাবি যোগ করে বিসিবিকে চিঠি দিয়েছে দেশের শীর্ষ ক্রিকেটাররা।
ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের করা সমালোচনার একদিন পর বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন এই দুটি দাবির কথা তুলে ধরেছেন ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজ রহমান।
মঙ্গলবার বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলন করে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ মোট ১১টি দাবিতে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের যোগ হওয়া দাবি দুটি হলো- বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে ক্রিকেটারদের এবং নারী ক্রিকেট দলকেও দিতে হবে ন্যায্য ভাগ।