বুফনের মাইলফলকের ম্যাচে রোনালদোর অনন্য কীর্তি
তুরিনোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সিরি 'এ'তে শীর্ষে আছে ইতিলিয়ান জায়ান্টরা। দাপুটে জয়ের ম্যাচে অনন্য দুটি রেকর্ড গড়েছেন জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
সিরি 'এ'তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন বুফন। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পাওলো মালদিনিকে। ইতালিয়ান এই শীর্ষ লিগে সর্বোচ্চ ৬৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ছিল মালদিনির দখলে। আগের ম্যাচ দিয়ে মালদিনির রেকর্ড স্পর্শ করেন বুফন। তুরিনোর বিপক্ষে ম্যাচটি ছিল বুফনের ৬৪৮তম।
একই ম্যাচে জুভেন্টাসের হয়ে রেকর্ড গড়েছেন রোনালদো। তুরিনোর বিপক্ষে ফ্রি কিক থেকে একটি গোল করেছেন পর্তুগিজ এই সুপারস্টার। চলতি লিগে এটা রোনালদোর ২৫তম গোল। যা ৫৯ বছরের মধ্যে প্রথম। ১৯৬১ সালের পর জুভেন্টাসের কোনো খেলোয়াড় এক মৌসুমে ২৫ গোল করতে পারেননি। ওমর সিভোরি সর্বশেষ জুভেন্টাসের হয়ে এক মৌসুমে ২৫ গোল করেছিলেন।
দারুণ এক ফ্রি কিকে গোল করে একটি খরাও কাটিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। এই দুই বছরে জুভেন্টাসের হয়ে ৪২টি ফ্রি কিক নিয়েছেন তিনি। কিন্তু ফ্রি কিক থেকে একটি গোলও আদায় করতে পারেননি রোনালদো। ৪৩তম চেষ্টায় জুভেন্টাসের হয়ে ফ্রি কিক থেকে প্রথম গোল করলেন তিনি।
৪-১ গোলের জয়ের ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেছেন পাওলো দিবালা, হুয়ান কুয়াদ্রাদো ও রোনালদো। চতুর্থ গোলটি প্রতিপক্ষ ডিফেন্ডার কোফি জিজির ভুলে উপহার হিসেবে পায় জুভেন্টাস। ফ্রি কিক থেকে তৃতীয় গোলটি করেন রোনালদো। এই গোলটি কতটা স্বস্তি দিয়েছে, সেটা তার কথাতেই স্পষ্ট, 'কিছু আত্মবিশ্বাস ফিরে পেতে ফ্রি কিক এই গোলটি পাওয়া আমার জন্য খুব দরকার হয়ে পড়েছিল।'
সিরি 'এ'তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া বুফন ১৯৯৫ সালে পার্মার হয়ে শুরু করেন। ২০০১ সালে জুভেন্টাসে নাম লেখান তিনি। খেলেন ২০১৮ সাল পর্যন্ত। এ বছর প্যারিস সেইন্ট জার্মেইতে খেলতে যান ইতালিয়ান কিংবদন্তি এই গোলরক্ষক। ২০১৯ সালে আবার ফিরে আসেন জুভেন্টাসে। ইতালির হয়ে সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলার রেকর্ডও বুফনের দখলে।