ভারতকে ১৫৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ
দিল্লিতে শঙ্কা ছিলো দূষিত বায়ু নিয়ে। রাজকোটে শঙ্কা ঘুর্ণিঝড়। তবে সব শঙ্কা কাটিয়ে যেমন দিল্লির ম্যাচ মাঠে গড়িয়েছে তেমনি রাজকোটের ম্যাচেও ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ।
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
রাতের বেলা মাঠে শিশির পড়ায় যেকোন দলই টস জিতে ফিল্ডিং নিতে চাইবে। রোহিতও তাঁর ব্যতয় ঘটান নি।
দিল্লির ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে রাজকোটের ব্যাটিং সহায়ক এই মাঠে নেমেছে দুই দলই।
নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান। বাংলাদেশের পক্ষ্যে ৩১ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন তরুণ খেলোয়াড় মোহাম্মদ নাঈম শেখ। এছাড়াও সৌম্য সরকার ২০ বলে ৩০, মাহমুদুল্লাহ ২১ বলে ৩০ এবং ওপেনার লিটন দাশ ২১ বলে ২৯ রান করে দলের সংগ্রহ দেড় শতাধিকের ওপর নিয়ে যান।
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও ভারতের যুজবেন্দ্র চেহেল, ওয়াশিংটন সুন্দর এবং দিপক চাহারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। ফলে ছন্দপতন ঘটে ব্যাটিংয়ে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।