ভারতের বিপক্ষে জয়ের পর গুলি ছুড়ে উদযাপন, করাচিতে আহত ১২
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারত-বধ, সেটিও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই ঐতিহাসিক বিজয়ের পর পাকিস্তানি সমর্থকরা যে বাঁধভাঙা উদযাপনে মত্ত হবে, তা অনুমিতই ছিল।
কিন্তু করাচির কিছু অতি-উৎসাহী সমর্থক 'তালেবানী' কায়দায় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে এনেছে বাকিদের।
করাচির বিভিন্ন স্থানে ভক্তদের গুলি ছুড়া-ছুড়িতে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ অন্তত ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
করাচি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর ওরাঙ্গি টাউন সেক্টর এবং চৌরঙ্গীতে অজানা দিক থেকে আসা গুলির আঘাতে দুজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
এছাড়া গুলশান-ই-ইকবালে আকাশে গুলি নিক্ষেপকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় উপ-পরিদর্শক আব্দুল গনি গুলিবিদ্ধ হন। নগরীর আরও বিভিন্ন স্থানে গুলাগুলি ও হতাহতের খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
সূত্র: দ্য ন্যাশন।