মাশরাফির প্রশ্ন, আমি কি চোর?
সাত মাস পরে ওয়ানডে মিশনে মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক মাশরাফি সংবাদ সম্মেলনে এসে শুনলেন বিভিন্ন প্রশ্ন। এর মধ্যে একটি প্রশ্নে জড়ানো হলো আত্মসম্মানের বিষয়ও। যেটায় আর মেজাজ ধরে রাখতে পারলেন না তিনি। উল্টো প্রশ্ন করে বসলেন, 'আমি কি মাঠে চুরি করি?'
বিশ্বকাপে ভালো সময় যায়নি মাশরাফির। ৮ ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। এমন পারফরম্যান্সে নানা সমালোচনা হজম করতে হয়েছে তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে তার দলে থাকা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। মাশরাফি তার লম্বা ক্যারিয়ারের এমন সময় দেখেননি বললেই চলে।
সঙ্গত কারণেই বিষয়টি টেনে মাশরাফিকে প্রশ্ন করা হয়, প্রথমবারের মতো এমন সময় পার করার পথে আত্মসম্মান বা লজ্জার বিষয়টি চলে আসে কি না? দীর্ঘ সময় ধরে একই ধরনের প্রশ্ন শুনে আসা মাশরাফি বলে উঠলেন, 'আত্মসম্মান বা লজ্জা? আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান আমি মেলাতে পারি না।'
খেলার মাঠে আত্মসম্মানবোধ বা লজ্জা না রেখে দেশের হয়ে হয়ে লড়ে যাওয়াই মাশরাফির একমাত্র মিশন। তিনি বলেন, 'এত জায়গায় এত চুরি-চামারি হচ্ছে, তাদের কোনো লজ্জা নেই। উইকেট আমি না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন, সমর্থকরা করবে। লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমাকে লজ্জা পেতে হবে।'
এই একটি প্রশ্নে অনেক কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক। উল্টো তার প্রশ্ন- 'আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দিবেন। জিনিসটা তো সাধারণ। এখন কথা হচ্ছে, আমার লজ্জা, আত্মসম্মানবোধ আমি কার সঙ্গে দেখাতে যাব? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের কেউ?'
দলের কেউ পারফর্ম না করলে সেসব নিয়ে প্রশ্ন থাকবে, সমালোচনাও হবে। কিন্তু এখানে আত্মসম্মানের কিছু খুঁজে পান না তিনি। মাশরাফি বলেন, 'দলের কেউ পারফর্ম না-ই করতে পারে। তার কোনো জায়গায় কমতি থাকলে সেগুলো নিয়ে প্রশ্ন থাকতেই পারে। খারাপ করলে সমালোচনা হবে, এটা সারা বিশ্বেই হচ্ছে। কিন্তু কথাটা যখন আসে লজ্জা-আত্মসম্মানে, তখন আমার প্রশ্ন থাকে।'
'আমার সমালোচনা করুক, কিন্তু আত্মসম্মানবোধের প্রশ্ন আসছে কেন? আমি কী অন্য দেশের হয়ে খেলছি? তা তো না। সুতরাং এই জিনিসটার সঙ্গে আমি মোটেও একমত না।' -যোগ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। ওই সফরের আগেরদিন সংবাদ সম্মেলনে অংশ নিলেও চোটের কারণে শ্রীলঙ্কা যাওয়া হয়নি মাশরাফির। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। সেই হিসেবে সাত মাস পরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মাশরাফি।