মাহমুদউল্লাহ-নাঈমের ব্যাটে রান, অনুজ্জ্বল সাকিব
ম্যাচটি গা গরমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে ৪০ ওভারের ম্যাচ খেলেছে ওয়ানডের প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার। বৃহস্পতিবার বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচটি অবশ্য একেবারে গা গরমেরও নয়। চূড়ান্ত দল নির্বাচনে এখানকার পারফরম্যান্স গোণায় নেবেন নির্বাচকরা।
সেই হিসাব করলে কয়েকজন ছাড়া কেউ-ই সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অনুজ্জ্বল থেকে যাওয়া সাকিব আল হাসান এই ম্যাচেও ব্যাটে-বলে কিছু করতে পারেননি। তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার এই ম্যাচের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি এই অলরাউন্ডার ৬৪ বলে ৪টি চারে অপরাজিত ৫১ রান করেন। ৫ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান তারই।
আগে ব্যাটিং করে চার ব্যাটসম্যানের মাঝারি ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ১৬১ রান তোলে তামিম একাদশ। তামিমদের বেশ ভুগিয়েছেন ম্যাচের সেরা বোলার হাসান মাহমুদ। তরুণ এই পেসার ৬ ওভারে মাত ২১ রান খরচায় ৪ উইকেট নেন। তার বোলিং তোপে পড়েই ৩৭.২ ওভারে অলআউট হয় তামিমরা। জবাবে নাঈম শেখ ও মাহমুদউল্লাহর ব্যাটে সহজেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।
মাহমুদউল্লাহর দলের ওপেনার নাঈম শেখ রানের দেখা পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫২ বলে ৭টি চারে ৪৩ রান করেন। মাঝারি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৮ রান করে থামেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসান এই ম্যাচেও রানের দেখা পাননি। ২৩ বলে ৯ রান করে রান আউট হয়ে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার।
ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন ৩ রান করে করেন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ১৩ রানে। তামিমের দলের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মাহেদী হাসান। উইকেটশূন্য থেকে গেছেন রুবেল হোসেন ও সৌম্য সরকার।
এরআগে ব্যাটিং করা তামিমের দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন তামিম। লিটন দাস ২ রান করেই ফেরেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ২৭, মোহাম্মদ মিঠুন ১৬, সৌম্য সরকার ২৪, মাহেদী হাসান ১, সাইফউদ্দিন ৭* ও নাসুম আহমেদ ২ রান করেন। ৪ বলে ৯ রান করেন মুস্তাফিজ। রুবেল হোসেন রানের খাতা খুলতে পারেননি।
মাহমুদউল্লাহ একাদশের হাসান মাহমুদ ছাড়াও আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মাহেদী হাসানরা বল হাতে ভালো করেছেন। আল আমিন ও শরিফুল ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান মাহেদী। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার আগে বল হাতেও অনুজ্জ্বল থেকে গেছেন সাকিব। ৬ ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি তারকা এই অলরাউন্ডার। উইকেটশূন্য থেকেছেন আরেক স্পিনার তাইজুল ইসলামও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত ১০ জানুয়ারি অনুশীলন শুরু করে বাংলাদেশ। টানা চারদিনের অনুশীলনের পর বৃহস্পতিবার প্রথম অনুশীলন ম্যাচ খেললেন প্রাথমিক দলের ২২ ক্রিকেটার। নিজেদের মধ্যে ভাগ হয়ে ১৬ জানুয়ারি বিকেএসপিতেই আরেকটি অনুশীলন ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।