মাহমুদউল্লাহ-শান্তদের অপেক্ষা বাড়ানো ফাইনাল কাল
এই সময়ে নিজ বাড়িতে থাকার কথা ক্রিকেটারদের। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলার একদিন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটা হয়নি। দুইদিন পিছিয়ে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল। কাল দুপুর দেড়টায় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ-মাহমুদউল্লাহ একাদশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ, 'বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স' থেকে খেলা দেখা যাবে। একই নামের ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাবে।
২১ অক্টোবর তামিম একাদশের বিপক্ষে ম্যাচ খেলে নাজমুল একাদশ। ফাইনালের পূর্ব নির্ধারিত তারিখ ২৩ অক্টোবরের আগের দিন অনুশীলন করেনি নাজমুল হোসেন শান্ত দল। সেদিন অনুশীলন করেছিল মাহমুদউল্লাহর দল। ফাইনালের আগে এবারও অনুশীলন করেনি নাজমুল একাদশ। শনিবার মিরপুরে বৃষ্টির ফাঁকে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহরা।
নাজমুল একাদশে অবশ্য ব্যতিক্রম আছে। সোনারগাঁও হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে কেউ মিরপুরমুখো না হলেও মুশফিকুর রহিমকে পাওয়া গেল মাঠে। ২১ অক্টোবর তামিম একাদশের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান শনিবার মিরপুরে অনুশীন করেছেন। নেটে ব্যাটিং করেছেন তিনি। রোববারের ম্যাচে তাকে নিয়েই মাঠে নামবে নাজমুল একাদশ।
ফাইনালের আগে কিছুটা পিছিয়েই থাকতে হচ্ছে মাহমুদউল্লাহর দলকে। লিগ পর্বে নাজমুল একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। যে কারণে তৃতীয় লড়াইয়ের আগে বেশিই সতর্ক তারা। শান্তরা একদিনও অনুশীলন না করলেও মাহমুদউল্লাহর দল দুদিন মিরপুর ঘাম ঝরিয়েছে।
লড়াইটা তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতারও। নাজমুল একাদশের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। মুশফিকুর রহিম, আল আমিন হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের বাইরে কারও অভিজ্ঞতার ঝুলিই তেমন সমৃদ্ধ নয়। কয়েকজন ক্রিকেটার আছেন যারা এখন পর্যন্ত জাতীয় দলে ডাকও পাননি।
সেদিক থেকে মাহমুদউল্লাহর দল অনেক বেশি অভিজ্ঞ। মাহমদউল্লাহর দলে আছেন লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, রুবেল হোসেন, সাব্বির রহমান। মেহেদী হাসান মিরাজ বা নুরুল হাসান সোহানও প্রতিপক্ষ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে। যদিও লিগ পর্বের দুই ম্যাচে দুই তারুণ্যের পতাকাই উড়েছে।
লিগ পর্বের সবচেয়ে সফল দল নাজমুল একাদশ। চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে শান্তর দল। তাদের একমাত্র হার তামিমের দলের বিপক্ষে। অন্যদিকে মাহমুদউল্লাহর দল চার ম্যাচে দুটিতে জয় পেয়েছে। তাদের দুটি জয়ই তামিমের দলের বিপক্ষে।
বল হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল একাদশের তাসকিন আহমেদ। অনুশীলন থেকেই আগুনে বোলিং করা ডানহাতি এই পেসার ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। ফাইনাল জিতে শিরোপা জয়ের কথা তার মুখে, 'লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দল চারটার মধ্যে তিনটিতে জিতেছে। সবাই অনেক চেষ্টা করছে এবং কঠোর পরিশ্রম করছে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং; সব বিভাগে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।
শিরোপা জয়ের কথা বলছেন মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেনও। অসাধারণ বোলিংয়ে ১০ উইকেট তুলে নেওয়া ডানহাতি এই পেসার বলেন, 'অবশ্যই কাল জয়ের জন্য মাঠে আসব। ফাইনাল ম্যাচে অবশ্যই জয় পেতে চাইব। পেস বোলাররা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেই অনুযায়ী যদি সব কাজে লাগাতে পারি, তাহলে ভালো হবে।'
ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকায় এই ম্যাচ নিয়ে খুব একটা ভাবছেন রুবেলরা। তিনি বলেন, 'এটা ফাইনাল ম্যাচ, যে লেভেলেরই হোক না কেন, ফাইনাল তো ফাইনালই। আমরা ফাইনাল নিয়ে অতটা চিন্তিত না। কারণ এর আগে আমরা অনেক ফাইনাল খেলেছি। আগের ম্যাচগুলোতে আমাদের যেমন প্রস্তুতি ছিল, সেভাবেই আমাদের প্রস্তুতি নেয়া আছে। আমরা যদি সবার ভূমিকা বুঝি এবং সবাই পারফর্ম করতে পারি তাহলে ইতিবাচক ফলাফলই আসবে।'