মুম্বাইয়ের পাঁচ নাকি দিল্লির প্রথম?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের রাজত্ব। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্টেডিয়ামের চেনা রূপ পাল্টে গেছে, বায়ো বাবলে থেকে খেলতে হয়েছে ম্যাচ; কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ঠিকই তাদের শাসন জারি রেখেছে। টি-টোয়েন্টির ধুন্ধুমার এই আসরে আরও একবার ফাইনালে উঠেছে সর্বোচ্চ চারটি শিরোপাজয়ী মুম্বাই।
এবার মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শিরোপাযুদ্ধে দিল্লির মুখোমুখি হবে মুম্বাই। ষষ্ঠবারের মতো আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। দিল্লি এবারই প্রথম ফাইনালে উঠেছে।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল মুম্বাই-দিল্লি। ওই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে সেভাবে লড়াই করতে পারেনি দিল্লি। ৫৭ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় রোহিত শর্মার দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকেট কাটে দিল্লি ক্যাপিটালস।
এবারের আসরে গ্রুপ পর্বের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালসও দারুণ ছন্দে এগিয়েছে। গ্রুপ পর্বের দ্বিতীয় সেরা দল হয়ে কোয়ালিফাইংয়ে পা রাখা দিল্লি ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পায়।
ফাইনাল খেলতে নামার আগে দিল্লিকে একটু বেশিই সতর্ক থাকতে হচ্ছে। ভাবতে হচ্ছে গ্রুপ পর্বের দুই হার নিয়েও। গ্রুপ পর্বে মুম্বাইয়ের বিপক্ষে দুইবারের সাক্ষাতে দুইবারই হারতে হয় দিল্লিকে। প্রথম কোয়ালিফায়ারেও বদলায়নি শ্রেয়াস আইয়ারের দলের ভাগ্য। এই ম্যাচটিতেও মুম্বাইয়ের শাসন সহ্য করতে হয় তাদের।
আরও একবার তাদের সামনে প্রতাপওয়ালা মুম্বাই। এবার নিশ্চয়ই হারের শৃঙ্খল ভেঙে প্রথমবারের মতো আইপিএল শিরোপায় চুমু বসিয়ে দিতে চাইবে তারা। আর সেটা না হলে আরও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয় কেতন উড়তে দেখা যাবে।