মেসি-রোনালদিনহোকে পেছনে ফেলে শতাব্দীসেরা রোনালদো
ক্যারিয়ারের সেরা সময়ে লিওনেল মেসিকে পেয়েছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। তাদের দ্বৈরথ চলছে এখনও। তবে শতাব্দীসেরার পুরস্কার জেতার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহও। শেষ হাসিটা উঠেছে জুভেন্টাসের পর্তুগিজ এই ফরোয়ার্ডের মুখেই।
মেসি-রোনালদিনহোদের হারিয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডের একুশ শতকের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার দুবাইতে এক জমকালো অনুষ্ঠানে ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় রোনালদোর হাতে।
২০১১ সাল থেকে গ্লোব সকার অ্যাওয়ার্ডে যুক্ত হয় বর্ষসেরা ফুটবলার। এর পর থেকে রোনালদোই সবচেয়ে বেশিবার পুরস্কারটি জিতেছেন। গতবারও বর্ষসেরার পুরস্কার জেতেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ এই তারকা। গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো এই পুরস্কার জেতেন তিনি। এবার শতাব্দী সেরার পুরস্কার উঠলো তার ঝুলিতে।
গত মৌসুমটি নিজের করে নেওয়া বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি এবারের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। বায়ার্নের মিউনিখের হ্যান্সি ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা জিতেছেন শতাব্দীসেরা কোচের পুরস্কার।
২০০১ থেকে ২০২০- দীর্ঘ এই সফরে রোনালদোর পায়ে লুটোপুটি খেয়েছে সাফল্য। এই সময়ে ক্লাব ও দেশের হয়ে অনেকগুলো শিরোপা ছুঁয়ে দেখেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাউটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো।
ম্যান ইউ'র হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, জুভেন্টাসের হয়ে দুটি সিরি 'এ' শিরোপা জিতেছেন রোনালদো। এ ছাড়া পর্তুগালের হয়ে একটি ইউরো ও উয়েফা নেশন্স লিগ শিরোপা জিতেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত রোনালদো বলেন, 'এটা অসাধারণ এক অর্জন। সামনে এগিয়ে যেতে এই পুরস্কারটি অনুপ্রেরণা জোগাবে। সেরার স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের। আশা করি, বর্তমান কঠিন পরিস্থিতি আগামী বছর আর থাকবে না। আমরা জীবনটা উপভোগ করতে পারব। ধন্যবাদ সবাইকে। আশা করি, এখনও অনেক বছর খেলতে পারব।'