ম্যাচের সময় দৌড়ে মাঠের ভেতর ২ বছরের শিশু, পিছন পিছন দৌড়ে পাকড়াও করলেন মা
মেজর লিগ সকারের (এমএলএস) একটি ম্যাচ চলছে। খেলার মাঝখানেই হুট করে পিচে ঢুকে পড়তে দেখা যায় ২ বছর বয়সী এক শিশুকে। তবে দুঃসাহসিক অভিযানে নামা শিশুটি বেশিদূর এগুতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে পিছন থেকে এসে পাকড়াও করে ফেলেন তার মা।
কিছুদিন আগে এফসি সিনসিনাতি এবং অরলান্ডো সিটির মধ্যকার ম্যাচের মাঝখানে ঘটা এই ঘটনা ইন্টারনেট জগতে সাড়া জাগিয়েছে বেশ। ইতোমধ্যে পেয়ে গেছে ভাইরালের খেতাব।
জায়দেক কার্পেন্টার নামের এই রোমাঞ্চপ্রিয় বালককে ধরতে গিয়ে কিছুটা বেগও পেতে হয়েছে তার মায়ের। জায়দেকের মা, মরগান টাকার দৌড়ে গিয়ে ছেলেকে ধরতে পেরেছিলেন ঠিকই, কিন্তু ধরার সাথে সাথেই মাঠে ছেলেসহ পিছলে পড়ে যান তিনি।
এই পুরো ঘটনাই ধারণ করা হয় ম্যাচের ভিডিও ক্যামেরায়। ম্যাচ শেষে এমএলএসের মূল টুইটার পেজ থেকে প্রকাশ করা হয় ভিডিওটি। ক্যাপশনে লেখা হয়, 'আশা করি এই মা এবং তার ছোট্ট পিচ দখলকারী দুর্দান্ত একটি দিন কাটাচ্ছে।'
স্যাম গ্রিন নামের একজন ফটোসাংবাদিকও ঘটনার ছবি প্রকাশ করেছেন। ছবি এবং ভিডিও ক্লিপ, দুটোই টুইটারে ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে, এই ঘটনার পরও মা-ছেলে দুজনই ম্যাচটি উপভোগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। ভিডিও'র নিচে একজন মজা করে মন্তব্য করেছেন, "তিনি (মা) অনেক ভালো করছিলেন। কিন্তু পিছন থেকে স্লাইড ট্যাকেল দিতে গেলেন কেন। হলুদ কার্ড।"