মেসির জোড়া গোলে জিতে শীর্ষেই রইল মায়ামি
মেজর লিগ সকারে ঘরের মাঠে জয় পেয়েছে ইন্টার মায়ামি। সেই জয় তাদেরকে এনে দিয়েছে বার্সেলোনা! কী? মেলাতে পারছেন না? ম্যাচে মায়ামির করা তিন গোলের সবগুলোই যে সাবেক বার্সেলোনা তারকাদের স্পর্শে এসেছে।
ঘরের মাঠে মায়ামি ৩-১ গোলে হারিয়েছে ন্যাশভিলকে। এই তিন গোলের দুটি করেছেন লিওনেল মেসি, একটি গোলে সহায়তাও করেছেন আর্জেন্টাইন জাদুকর৷ মেসির পাস থেকে গোল করেছেন সের্হিও বুস্কেটস। মেসির গোলে আবার অ্যাসিস্ট করেছেন আরেক সাবেক বার্সা তারকা লুইস সুয়ারেজ।
যদিও ম্যাচের শুরুটা মনের মতো হয়নি মায়ামির। মাত্র দ্বিতীয় মিনিটেই নার্জির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ন্যাশভিল। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মায়ামিও। লিওনেল মেসির ১১ মিনিটের গোলেই ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১ এ।
প্রথমার্ধের শেষদিকে মেসির পাস থেকেই বুস্কেটস গোল করে এগিয়ে দেন মায়ামিকে। দ্বিতীয়ার্ধে গোল পেতে মায়ামিকে অবশ্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ৮১ মিনিটে মেসির দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে মায়ামির।
এই জয়ে মেজর লিগ সকারে ১০ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। মেসিদের পরবর্তী ম্যাচ ২৮ এপ্রিল, নিউ ইংল্যান্ডের বিপক্ষে।