যৌন নিগ্রহে রবিনহোর ৯ বছরের কারাদণ্ড বহাল
যৌন নিগ্রহের দায়ে ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহোকে দেওয়া ৯ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন ইতালির মিলানের আদালত। শাস্তির বিরুদ্ধে করা এক আপিল নিষ্পত্তিতে আদালত এ রায় দেন।
২০১৩ সালের ২২ জানুয়ারি ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে নিগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় বর্তমানে ৩৬ বছর বয়সী রবিনহো-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়।
ওই অপরাধের দায়ে ব্রাজিলিয়ান জাতীয় দলের এই সাবেক ফুটবলার ও তার সহকারী রিকার্ডো ফালকাওকে শাস্তি দেন আদালত।
সে সময়ে রবিনহো ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলতেন।
গত অক্টোবরে তিনি তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিলেও এর বিরুদ্ধে গণরোষের কারণে মাত্র ৪ দিন পর ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করে।
মিলানে যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতে খেলেছেন রবিনহো। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি।
- সূত্র: ইএসপিএন