রোনালদোর সঙ্গে আমার তুলনা করবেন না: লুকাকু
বেলজিয়াম ও চেলসি তারকা রোমেলু লুকাকু জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনার যোগ্য হতে হলে আরও অনেক দূর যেতে হবে তাকে।
হঠাৎ এমন তুলনা আসার কারণ, রোনালদোর আন্তর্জাতিক গোলসংখ্যা। এ সপ্তাহেই আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১০ ও ১১১তম গোল করার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার। ইরানের আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এখন 'সিআরসেভেন'।
অন্যদিকে, ২৮ বছর বয়সী বেলজিয়ামের হয়ে লুকাকুর গোলসংখ্যা ৬৬। তাই রোনালদোর রেকর্ড ছোঁয়ার একটা সুযোগ তার হাতে আছে। কিন্তু সিআরসেভেনের সঙ্গে এখনই নিজের তুলনা মানতে নারাজ বেলজিয়ান এই ফরোয়ার্ড।
কী বলেছেন লুকাকু?
বিশ্বকাপের বাছাই পর্বে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, 'আমাকে কখনোই ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করবেন না। কখনোই না!'
আসন্ন ম্যাচটি হবে লুকাকুর শততম আন্তর্জাতিক ম্যাচ।
লুকাকু বলেন, 'আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ তিন খেলোয়াড়ের একজন। আমি প্রথম থেকে তৃতীয় র্যাংকিং করব না; কিন্তু তিনি সেরা তিনে থাকছেন, এটা নিশ্চিত।'
'ফুটবল ক্যারিয়ারে তিনি যা কিছু অর্জন করেছেন, তা আমার প্রজন্মের জন্য ব্যতিক্রমী এক উদাহরণ। ইতালিতে তার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমি সৌভাগ্যবান। এখন যেহেতু তিনি প্রিমিয়ার লিগে ফিরে এসেছেন, এটা ইংলিশ ফুটবলের জন্য সুসংবাদ। আর যদি আপনি সব পরিসংখ্যান হিসাব করেন, তাহলে এই তুলনা অর্থহীন,' বলেন লুকাকু।
প্রিমিয়ার লিগে ফেরা
চলতি গ্রীষ্মেই ইতালি ছেড়ে প্রিমিয়ার লিগে ফিরেছেন লুকাকু ও রোনালদো। তাই ধারণা করা হচ্ছে, লিগে তারা দুজন মুখোমুখি হবেনই।
গত বছর ইন্টার মিলানকে 'সিরি এ' শিরোপা জেতানোর পর ৯৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে পুরনো ক্লাব চেলসিতে ফিরে এসেছেন লুকাকু। এরই মধ্যে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলেছেন; আর্সেনালের বিপক্ষে অভিষেক ম্যাচে করেছেন একটি গোলও।
অন্যদিকে, গত তিন মৌসুম জুভেন্টাসে কাটানোর পর ২৩ মিলিয়ন ইউরো চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো।
-
সূত্র: গোল ডটকম